গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় ও সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের দীনবন্ধু মজুমদারের ছেলে ব্যবসায়ী নৃপেন মজুমদার (৫৫) ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে ভ্যানচালক ছকু শেখ (৬৫)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে ভ্যানে যাত্রী নিয়ে কাশিয়ানীর ফুকরা দক্ষিণ পাড়ার মিল্টন বাজার যাচ্ছিলেন ভ্যান চালক ছকু শেখ। ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ছকু শেখ ঘটনাস্থলেই নিহত হন। এতে ভ্যানের যাত্রী নিলুফা বেগম আহত হন। নিলুফাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকে করে মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা এলাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী নৃপেন মজুমদার। ইজিবাইকটি সদর উপজেলার কাজুলিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়াগামী দ্রুতগতির একটি লোকাল বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নৃপেন নিহত হন ও ইজিবাইক চালক ভজন বিশ্বাস গুরুতর আহত হন। ইজিবাইক চালক ভজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় ও সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের দীনবন্ধু মজুমদারের ছেলে ব্যবসায়ী নৃপেন মজুমদার (৫৫) ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে ভ্যানচালক ছকু শেখ (৬৫)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে ভ্যানে যাত্রী নিয়ে কাশিয়ানীর ফুকরা দক্ষিণ পাড়ার মিল্টন বাজার যাচ্ছিলেন ভ্যান চালক ছকু শেখ। ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ছকু শেখ ঘটনাস্থলেই নিহত হন। এতে ভ্যানের যাত্রী নিলুফা বেগম আহত হন। নিলুফাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকে করে মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা এলাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী নৃপেন মজুমদার। ইজিবাইকটি সদর উপজেলার কাজুলিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়াগামী দ্রুতগতির একটি লোকাল বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নৃপেন নিহত হন ও ইজিবাইক চালক ভজন বিশ্বাস গুরুতর আহত হন। ইজিবাইক চালক ভজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে