কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এস এম মামুন তালুকদার (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাসেল মোল্ল্যা বাঁধন নামের এক আওয়ামী লীগ নেতা।
তদন্তসাপেক্ষে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এস এম মামুন তালুকদার উপজেলার ভূতরিয়া (মোল্যা বাজার) গ্রামের বাসিন্দা।
জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩ জুন ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ২০ ঘণ্টার বিমান ভ্রমণে কেউ যুক্তরাষ্ট্রে না গেলে তাতে কিচ্ছু যায় আসে না।’
প্রধানমন্ত্রীর সেই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। ওই দিনই এস এম মামুন তালুকদার তাঁর ফেসবুক আইডি থেকে এই বক্তব্যকে ব্যঙ্গ করে প্রচার করেন। এটি প্রচারের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নজরে এলে রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাসেল মোল্ল্যা বাঁধন বাদী হয়ে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ জানান।
আওয়ামী লীগ নেতা রাসেল মোল্ল্যা বাঁধন বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে প্রচার করায় দলীয়ভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর গত বৃহস্পতিবার আমি বাদী হয়ে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করি। আমরা দলীয়ভাবে এস এম মামুন তালুকদারের শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য এস এম মামুন তালুকদারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে তাঁর বাবা ফজলুল হক তালুকদার বলেন, ‘আমার ছেলে পাঁচ বছর ধরে ঢাকায় থাকে। এই সময়ে সে একবারও বাড়ি আসেনি। সে ফেসবুকে কী লিখেছে তা-ও আমাদের জানা নেই।’
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিকাইল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা রাসেল মোল্যা বাঁধনের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এস এম মামুন তালুকদার (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাসেল মোল্ল্যা বাঁধন নামের এক আওয়ামী লীগ নেতা।
তদন্তসাপেক্ষে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এস এম মামুন তালুকদার উপজেলার ভূতরিয়া (মোল্যা বাজার) গ্রামের বাসিন্দা।
জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩ জুন ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ২০ ঘণ্টার বিমান ভ্রমণে কেউ যুক্তরাষ্ট্রে না গেলে তাতে কিচ্ছু যায় আসে না।’
প্রধানমন্ত্রীর সেই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। ওই দিনই এস এম মামুন তালুকদার তাঁর ফেসবুক আইডি থেকে এই বক্তব্যকে ব্যঙ্গ করে প্রচার করেন। এটি প্রচারের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নজরে এলে রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাসেল মোল্ল্যা বাঁধন বাদী হয়ে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ জানান।
আওয়ামী লীগ নেতা রাসেল মোল্ল্যা বাঁধন বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে প্রচার করায় দলীয়ভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর গত বৃহস্পতিবার আমি বাদী হয়ে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করি। আমরা দলীয়ভাবে এস এম মামুন তালুকদারের শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য এস এম মামুন তালুকদারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে তাঁর বাবা ফজলুল হক তালুকদার বলেন, ‘আমার ছেলে পাঁচ বছর ধরে ঢাকায় থাকে। এই সময়ে সে একবারও বাড়ি আসেনি। সে ফেসবুকে কী লিখেছে তা-ও আমাদের জানা নেই।’
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিকাইল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা রাসেল মোল্যা বাঁধনের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে