কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এস এম মামুন তালুকদার (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাসেল মোল্ল্যা বাঁধন নামের এক আওয়ামী লীগ নেতা।
তদন্তসাপেক্ষে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এস এম মামুন তালুকদার উপজেলার ভূতরিয়া (মোল্যা বাজার) গ্রামের বাসিন্দা।
জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩ জুন ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ২০ ঘণ্টার বিমান ভ্রমণে কেউ যুক্তরাষ্ট্রে না গেলে তাতে কিচ্ছু যায় আসে না।’
প্রধানমন্ত্রীর সেই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। ওই দিনই এস এম মামুন তালুকদার তাঁর ফেসবুক আইডি থেকে এই বক্তব্যকে ব্যঙ্গ করে প্রচার করেন। এটি প্রচারের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নজরে এলে রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাসেল মোল্ল্যা বাঁধন বাদী হয়ে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ জানান।
আওয়ামী লীগ নেতা রাসেল মোল্ল্যা বাঁধন বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে প্রচার করায় দলীয়ভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর গত বৃহস্পতিবার আমি বাদী হয়ে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করি। আমরা দলীয়ভাবে এস এম মামুন তালুকদারের শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য এস এম মামুন তালুকদারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে তাঁর বাবা ফজলুল হক তালুকদার বলেন, ‘আমার ছেলে পাঁচ বছর ধরে ঢাকায় থাকে। এই সময়ে সে একবারও বাড়ি আসেনি। সে ফেসবুকে কী লিখেছে তা-ও আমাদের জানা নেই।’
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিকাইল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা রাসেল মোল্যা বাঁধনের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এস এম মামুন তালুকদার (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাসেল মোল্ল্যা বাঁধন নামের এক আওয়ামী লীগ নেতা।
তদন্তসাপেক্ষে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এস এম মামুন তালুকদার উপজেলার ভূতরিয়া (মোল্যা বাজার) গ্রামের বাসিন্দা।
জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩ জুন ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ২০ ঘণ্টার বিমান ভ্রমণে কেউ যুক্তরাষ্ট্রে না গেলে তাতে কিচ্ছু যায় আসে না।’
প্রধানমন্ত্রীর সেই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। ওই দিনই এস এম মামুন তালুকদার তাঁর ফেসবুক আইডি থেকে এই বক্তব্যকে ব্যঙ্গ করে প্রচার করেন। এটি প্রচারের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নজরে এলে রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাসেল মোল্ল্যা বাঁধন বাদী হয়ে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ জানান।
আওয়ামী লীগ নেতা রাসেল মোল্ল্যা বাঁধন বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে প্রচার করায় দলীয়ভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর গত বৃহস্পতিবার আমি বাদী হয়ে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করি। আমরা দলীয়ভাবে এস এম মামুন তালুকদারের শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য এস এম মামুন তালুকদারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে তাঁর বাবা ফজলুল হক তালুকদার বলেন, ‘আমার ছেলে পাঁচ বছর ধরে ঢাকায় থাকে। এই সময়ে সে একবারও বাড়ি আসেনি। সে ফেসবুকে কী লিখেছে তা-ও আমাদের জানা নেই।’
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিকাইল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা রাসেল মোল্যা বাঁধনের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে