গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেন সিকদার নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ছাড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় এক যুবক। নিহত নির্মাণ শ্রমিকেরা হলেন—চাঁদপুর জেলার পূর্ব বাকরপুর গ্রামের ছলেমান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৪০) ও গাইবান্ধা জেলার মো. নাহিদ (১৮)।
প্রত্যক্ষদর্শী কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আনোয়ারা বেগম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে আলমগীর হোসেনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাই। এরপর আশপাশের লোকজনকে খবর দেই।’
প্রতিবেশী শহিদুল ইসলাম শেখ বলেন, ‘আনোয়ারার কাছ থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানোর শব্দ আসছে। পরে জাতীয় জরুরি সেবা–৯৯৯ এ কল করি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তারা ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘদিন সেপটিক ট্যাংকের মুখ বন্ধ ছিল। ভেতরে অক্সিজেন না থাকায় তাদের এ অবস্থা হয়েছে বলে মনে হয়।’
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রাকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিককে উদ্ধার করি। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ ট্যাংকের মধ্যে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।
কাশিয়ানী থানার এসআই মো. সেলিম মিয়া জানান, সকালে নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী ট্যাংকের মধ্য থেকে গোঙানোর শব্দ শুনতে পান। পরে অন্য প্রতিবেশীরা এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিক সুমন ও নাহিদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অসুস্থ যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেন সিকদার নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ছাড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় এক যুবক। নিহত নির্মাণ শ্রমিকেরা হলেন—চাঁদপুর জেলার পূর্ব বাকরপুর গ্রামের ছলেমান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৪০) ও গাইবান্ধা জেলার মো. নাহিদ (১৮)।
প্রত্যক্ষদর্শী কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আনোয়ারা বেগম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে আলমগীর হোসেনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাই। এরপর আশপাশের লোকজনকে খবর দেই।’
প্রতিবেশী শহিদুল ইসলাম শেখ বলেন, ‘আনোয়ারার কাছ থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানোর শব্দ আসছে। পরে জাতীয় জরুরি সেবা–৯৯৯ এ কল করি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তারা ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘদিন সেপটিক ট্যাংকের মুখ বন্ধ ছিল। ভেতরে অক্সিজেন না থাকায় তাদের এ অবস্থা হয়েছে বলে মনে হয়।’
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রাকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিককে উদ্ধার করি। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ ট্যাংকের মধ্যে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।
কাশিয়ানী থানার এসআই মো. সেলিম মিয়া জানান, সকালে নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী ট্যাংকের মধ্য থেকে গোঙানোর শব্দ শুনতে পান। পরে অন্য প্রতিবেশীরা এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিক সুমন ও নাহিদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অসুস্থ যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে