শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কারখানার সুতাভর্তি কাভার্ড ভ্যান আটকে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বড়চাল এলাকায় এ ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যানচালক জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় রিদিশা গ্রুপের ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার নিজস্ব কাভার্ড ভ্যান ভর্তি করে সুতা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে যাচ্ছিলাম। ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসার মোড় ক্রসের একটু সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কয়েকটি মোটরসাইকেল এসে গতিরোধ করে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। সঙ্গে সঙ্গে গাড়িতে অগ্নিসংযোগ করে মোটরসাইকেলে চলে যায়।
স্থানীয় বাসিন্দা সুমন হাসান বলেন, ‘কয়েকদিন ধরে রিদিশা গ্রুপের কারখানার ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলছে। আমরা ধারণা করছি, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তা ছাড়া শনিবার সকালে কারখানার ঝুটভর্তি দুটি গাড়ি বের হয়েছে।
ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘আজ শনিবার দুপুরের দিকে সুতাভর্তি আমাদের একটি কাভার্ড ভ্যান কারখানা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এমন ঘটনার শিকার হয়েছে। তবে কী কারণে গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই আমি বলতে পারব না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারখানার লোকজন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করি। চারটি ককটেলের খোসা উদ্ধার করে বালতিতে রাখি। পাশাপাশি পুলিশে খবর দেই।’ তিনি আরও জানান, মোরশেদ আলম নামের এক ব্যক্তি বৈধভাবে কারখানার ঝুট ব্যবসা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। কয়েকটি ককটেলের খোসা উদ্ধার করেছি। তা ছাড়া একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে কারখানার সুতাভর্তি কাভার্ড ভ্যান আটকে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বড়চাল এলাকায় এ ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যানচালক জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় রিদিশা গ্রুপের ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার নিজস্ব কাভার্ড ভ্যান ভর্তি করে সুতা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে যাচ্ছিলাম। ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসার মোড় ক্রসের একটু সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কয়েকটি মোটরসাইকেল এসে গতিরোধ করে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। সঙ্গে সঙ্গে গাড়িতে অগ্নিসংযোগ করে মোটরসাইকেলে চলে যায়।
স্থানীয় বাসিন্দা সুমন হাসান বলেন, ‘কয়েকদিন ধরে রিদিশা গ্রুপের কারখানার ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলছে। আমরা ধারণা করছি, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তা ছাড়া শনিবার সকালে কারখানার ঝুটভর্তি দুটি গাড়ি বের হয়েছে।
ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘আজ শনিবার দুপুরের দিকে সুতাভর্তি আমাদের একটি কাভার্ড ভ্যান কারখানা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এমন ঘটনার শিকার হয়েছে। তবে কী কারণে গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই আমি বলতে পারব না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারখানার লোকজন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করি। চারটি ককটেলের খোসা উদ্ধার করে বালতিতে রাখি। পাশাপাশি পুলিশে খবর দেই।’ তিনি আরও জানান, মোরশেদ আলম নামের এক ব্যক্তি বৈধভাবে কারখানার ঝুট ব্যবসা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। কয়েকটি ককটেলের খোসা উদ্ধার করেছি। তা ছাড়া একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে।’

যশোর সীমান্তে অভিযান চালিয়ে গত এক বছরে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৬৫ জন চোরাকারবারিকে ধরা হয়েছে।
৬ মিনিট আগে
বুধবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে জনপ্রতিনিধিদের জরুরি সভা হয়। সভা শেষে মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস শহীদকে ‘মব’ করে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন যুবক হেনস্তা করেন এবং আটক করে থানায় সোপর্দ করেন।
১০ মিনিট আগে
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর মেয়ে বুশরা আফরিনকে ডাকা হয়েছিল।
২৬ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
১ ঘণ্টা আগে