গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

স্ত্রীর তালাকের নোটিশের বিষয়ে জানতে নিজের বাসায় যেতে বললেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার পারিবারিক বিষয়। এ বিষয়ে জানতে হলে আমার কক্ষে বসে আমার কথা শুনতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাহাঙ্গীর আলম। সেখানে তিনি সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাঁর মা জায়েদা খাতুন উপস্থিত ছিলেন।
এ সময় গাজীপুরের সাবেক এই মেয়র বলেন, ‘আমার মা বলেছেন, আমার ছেলের ওপর অন্যায় করা হয়েছে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে মা হিসেবে আমি বিচার করব। গাজীপুরের জনগণ আছে, তারা বিচার করবে। এ জন্য আমার মা প্রতিবাদ হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমার মা বলেছেন, তুমি আজমত উল্লাহর ভোটে যাবে না। তুমি আমার ভোটে থাকবে। এ কারণে আমি আমার মায়ের পাশে আছি। আমি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে, দল বা নৌকার বিরুদ্ধে না।’
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা জায়েদা খাতুন মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। তিনি প্রতিবাদ স্বরূপ এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি চাই মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী সকল বিষয় যেন জানতে পারেন। সত্য প্রতিষ্ঠা করতেই আমি মায়ের পাশে দাঁড়িয়েছি। আমি যেকোনো সময় হারিয়ে যেতে পারি। তবে যতক্ষণ আছি, ততক্ষণ সত্য প্রতিষ্ঠা করতে কাজ করে যাব।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার প্রতি ন্যায়বিচার করা হয় না। প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। এসে দেখি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যড়যন্ত্রের বিষয়ে দলের সিনিয়র নেতা-কর্মীদের জানিয়েছিলাম। তাঁরা কেউ প্রধানমন্ত্রীকে বলেছেন কিনা আমার জানা নেই। আমাকেও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে দেওয়া হয়নি।’
অভিযোগ করে জাহাঙ্গীর বলেন, ‘আপনারা জানেন, তিন বছর দায়িত্ব পালন করার পর গাজীপুরের কোনো মানুষ বা মন্ত্রণালয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। শুধু অন্য জেলার লোকজন কিছু অবজেকশন দিয়েছে। সেই অবজেকশনের পরিপ্রেক্ষিতে আমার মেয়র পদ স্থগিত করা হয়েছে। আদালত বলেন আর পেশি শক্তি বলেন—সবখানেই পক্ষপাতিত্ব। তবু আমি নির্বাচিত মেয়র হয়েছিলাম পাঁচ বছরের জন্য। কিন্তু আমাকে আর বসতে দেওয়া হয়নি।’

স্ত্রীর তালাকের নোটিশের বিষয়ে জানতে নিজের বাসায় যেতে বললেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার পারিবারিক বিষয়। এ বিষয়ে জানতে হলে আমার কক্ষে বসে আমার কথা শুনতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাহাঙ্গীর আলম। সেখানে তিনি সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাঁর মা জায়েদা খাতুন উপস্থিত ছিলেন।
এ সময় গাজীপুরের সাবেক এই মেয়র বলেন, ‘আমার মা বলেছেন, আমার ছেলের ওপর অন্যায় করা হয়েছে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে মা হিসেবে আমি বিচার করব। গাজীপুরের জনগণ আছে, তারা বিচার করবে। এ জন্য আমার মা প্রতিবাদ হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমার মা বলেছেন, তুমি আজমত উল্লাহর ভোটে যাবে না। তুমি আমার ভোটে থাকবে। এ কারণে আমি আমার মায়ের পাশে আছি। আমি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে, দল বা নৌকার বিরুদ্ধে না।’
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা জায়েদা খাতুন মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। তিনি প্রতিবাদ স্বরূপ এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি চাই মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী সকল বিষয় যেন জানতে পারেন। সত্য প্রতিষ্ঠা করতেই আমি মায়ের পাশে দাঁড়িয়েছি। আমি যেকোনো সময় হারিয়ে যেতে পারি। তবে যতক্ষণ আছি, ততক্ষণ সত্য প্রতিষ্ঠা করতে কাজ করে যাব।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার প্রতি ন্যায়বিচার করা হয় না। প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। এসে দেখি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যড়যন্ত্রের বিষয়ে দলের সিনিয়র নেতা-কর্মীদের জানিয়েছিলাম। তাঁরা কেউ প্রধানমন্ত্রীকে বলেছেন কিনা আমার জানা নেই। আমাকেও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে দেওয়া হয়নি।’
অভিযোগ করে জাহাঙ্গীর বলেন, ‘আপনারা জানেন, তিন বছর দায়িত্ব পালন করার পর গাজীপুরের কোনো মানুষ বা মন্ত্রণালয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। শুধু অন্য জেলার লোকজন কিছু অবজেকশন দিয়েছে। সেই অবজেকশনের পরিপ্রেক্ষিতে আমার মেয়র পদ স্থগিত করা হয়েছে। আদালত বলেন আর পেশি শক্তি বলেন—সবখানেই পক্ষপাতিত্ব। তবু আমি নির্বাচিত মেয়র হয়েছিলাম পাঁচ বছরের জন্য। কিন্তু আমাকে আর বসতে দেওয়া হয়নি।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে