গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১8) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ শনিবার মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের
(ব্রি) ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র মহানগরীর চান্দনা এলাকার বাসিন্দা এক্তার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজাহার হাট এলাকায়। সে স্থানীয় চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার দুপুরে আল আমিনসহ চারজন ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যায়। এ সময় চার-পাঁচ ছিনতাইকারী তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তাদের দিয়ে দিতে বলে।
একপর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়।
আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক জানান, ‘শনিবার দুপুরের দিকে আল আমিন (১৯), তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যাই। পরে সেখানে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়।
পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের গাফিলতির কারণে সেখানে ভর্তি অবস্থায় বেলা ১টার দিকে আল আমিন মারা যায়।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক হাসনিন জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে আনা হলে আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। উন্নত চিকিৎসার জন্য যে অন্যত্র রেফার্ড করব আমরা এ সময়ও পাইনি। এখানে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।’
সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১8) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ শনিবার মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের
(ব্রি) ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র মহানগরীর চান্দনা এলাকার বাসিন্দা এক্তার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজাহার হাট এলাকায়। সে স্থানীয় চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার দুপুরে আল আমিনসহ চারজন ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যায়। এ সময় চার-পাঁচ ছিনতাইকারী তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তাদের দিয়ে দিতে বলে।
একপর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়।
আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক জানান, ‘শনিবার দুপুরের দিকে আল আমিন (১৯), তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যাই। পরে সেখানে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়।
পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের গাফিলতির কারণে সেখানে ভর্তি অবস্থায় বেলা ১টার দিকে আল আমিন মারা যায়।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক হাসনিন জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে আনা হলে আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। উন্নত চিকিৎসার জন্য যে অন্যত্র রেফার্ড করব আমরা এ সময়ও পাইনি। এখানে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।’
সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কুষ্টিয়ায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন নারীরা। তাঁরা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করায় আমির হামজাকে ক্ষমা চাইতে আহ্বান জানান।
৪ মিনিট আগে
টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৫ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
১ ঘণ্টা আগে