শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার মাওনা ইউনিয়ন এলাকায় অবরোধের ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
খান টেক্স ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানার শ্রমিক রমিজ উদ্দিন বলেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আমাদের। বেতনের জন্য কয়েক দফা কর্মবিরতি পালন করেছি, তবু বেতন দিচ্ছে না। এক মাস বেতন না পেলেই চলা যায় না। তাহলে দুই মাস বেতন না পেলে কী করে আমাদের সংসার চলে?’
ফাতেমা আক্তার নামের আরেক শ্রমিক বলেন, ‘দুই মাস ধরে বেতন পাচ্ছি না। দেয়-দিচ্ছে করে তিন মাস চলছে। আমাদের সংসার কী করে চলে এটা কি মালিকপক্ষ একবার চিন্তা করে? দোকানি বাকি দেওয়া বন্ধ করেছে। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। আমরা শখে রাস্তায় আসছি না। পেটের দায়ে রাস্তায় আসছি।’
এদিকে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়া ট্রাকচালক আব্দুল গফুর মিয়া বলেন, ‘সকাল ৮টা থেকে পণ্যবাহী ট্রাক বন্ধ করে বসে আছি। রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।’

খান টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। মালিকপক্ষ যে তারিখ দিচ্ছে বেতন পরিশোধের, সেমতে আমিও শ্রমিকদের তারিখ দিচ্ছি। আজ শ্রমিকেরা আমার ওপর ক্ষিপ্ত।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু মালিক না আসা পর্যন্ত শ্রমিকেরা রাস্তা ছাড়বে না।’

গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার মাওনা ইউনিয়ন এলাকায় অবরোধের ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
খান টেক্স ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানার শ্রমিক রমিজ উদ্দিন বলেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আমাদের। বেতনের জন্য কয়েক দফা কর্মবিরতি পালন করেছি, তবু বেতন দিচ্ছে না। এক মাস বেতন না পেলেই চলা যায় না। তাহলে দুই মাস বেতন না পেলে কী করে আমাদের সংসার চলে?’
ফাতেমা আক্তার নামের আরেক শ্রমিক বলেন, ‘দুই মাস ধরে বেতন পাচ্ছি না। দেয়-দিচ্ছে করে তিন মাস চলছে। আমাদের সংসার কী করে চলে এটা কি মালিকপক্ষ একবার চিন্তা করে? দোকানি বাকি দেওয়া বন্ধ করেছে। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। আমরা শখে রাস্তায় আসছি না। পেটের দায়ে রাস্তায় আসছি।’
এদিকে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়া ট্রাকচালক আব্দুল গফুর মিয়া বলেন, ‘সকাল ৮টা থেকে পণ্যবাহী ট্রাক বন্ধ করে বসে আছি। রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।’

খান টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। মালিকপক্ষ যে তারিখ দিচ্ছে বেতন পরিশোধের, সেমতে আমিও শ্রমিকদের তারিখ দিচ্ছি। আজ শ্রমিকেরা আমার ওপর ক্ষিপ্ত।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু মালিক না আসা পর্যন্ত শ্রমিকেরা রাস্তা ছাড়বে না।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে