টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিস ঘেরাও করেছেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস ঘেরাও করে কর্মসূচি পালন করে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী।
জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরে ওই প্রতিষ্ঠানের দুই ইউনিটে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন।
শ্রমিকেরা জানান, আমাদের প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও ভাতা বকেয়া রেখে গত ২৩ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পর থেকে কারখানার সামনে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। এতে কোনো ফলাফল না পেয়ে আজ রোববার শ্রমিকেরা টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিসে আসেন।
পরে অধিদপ্তরের অফিস ঘেরাও করে দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালারা বাড়ি ছাড়তে বলছে ও দোকানিরা বাকি দিতে চাচ্ছে না। তাই আমরা অনেক কষ্টে আছি।
ডার্ট কম্পোজিট টেক্সটাইলের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তর টঙ্গী অফিসের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. মোতালেব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা এসেছেন। তাদের কথা শুনেছি। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ২৩ অক্টোবর মালিকপক্ষ আমাদের সঙ্গে বসে ঝামেলা মিটিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।’

বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিস ঘেরাও করেছেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস ঘেরাও করে কর্মসূচি পালন করে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী।
জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরে ওই প্রতিষ্ঠানের দুই ইউনিটে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন।
শ্রমিকেরা জানান, আমাদের প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও ভাতা বকেয়া রেখে গত ২৩ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পর থেকে কারখানার সামনে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। এতে কোনো ফলাফল না পেয়ে আজ রোববার শ্রমিকেরা টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিসে আসেন।
পরে অধিদপ্তরের অফিস ঘেরাও করে দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালারা বাড়ি ছাড়তে বলছে ও দোকানিরা বাকি দিতে চাচ্ছে না। তাই আমরা অনেক কষ্টে আছি।
ডার্ট কম্পোজিট টেক্সটাইলের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তর টঙ্গী অফিসের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. মোতালেব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা এসেছেন। তাদের কথা শুনেছি। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ২৩ অক্টোবর মালিকপক্ষ আমাদের সঙ্গে বসে ঝামেলা মিটিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১২ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৩ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৮ মিনিট আগে