শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

‘আগুন আগুন চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় এসে দেখি বাসে আগুন জ্বলছে। দ্রুত আহত কয়েকজনকে অটোরিকশায় করে হাসপাতালে পাঠাই। বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে এই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করি। পরে বাসে উঠে দেখি একজন শিক্ষার্থীর নিথর দেহ পড়ে রয়েছে বাসের ফাঁকা জায়গায়। কয়েকজন মিলে আগুনে পোড়া লাশ নিচে নামাই।’
আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জাকির হোসেন এসব কথা বলছিলেন।
জাকির হোসেন আরও বলেন, ‘কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে অটোরিকশাযোগে হাসপাতালে পাঠানো হয়। এরপর পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাসে উঠে দেখি ভেতরে একজনের লাশ পড়ে রয়েছে। কয়েকজন মিলে আগুনে পোড়া সেই লাশ নিচে নামাই।’
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বৈদ্যুতিক তারে জড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাস বৈদ্যুতিক তারে জড়িয়ে মোস্তাকিম রহমান মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান সাকিব নামের তিন শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

‘আগুন আগুন চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় এসে দেখি বাসে আগুন জ্বলছে। দ্রুত আহত কয়েকজনকে অটোরিকশায় করে হাসপাতালে পাঠাই। বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে এই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করি। পরে বাসে উঠে দেখি একজন শিক্ষার্থীর নিথর দেহ পড়ে রয়েছে বাসের ফাঁকা জায়গায়। কয়েকজন মিলে আগুনে পোড়া লাশ নিচে নামাই।’
আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জাকির হোসেন এসব কথা বলছিলেন।
জাকির হোসেন আরও বলেন, ‘কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে অটোরিকশাযোগে হাসপাতালে পাঠানো হয়। এরপর পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাসে উঠে দেখি ভেতরে একজনের লাশ পড়ে রয়েছে। কয়েকজন মিলে আগুনে পোড়া সেই লাশ নিচে নামাই।’
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বৈদ্যুতিক তারে জড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাস বৈদ্যুতিক তারে জড়িয়ে মোস্তাকিম রহমান মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান সাকিব নামের তিন শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৫ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৮ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে