নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে

টঙ্গীর তুরাগ পাড়ে আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ সড়কে চৌরাস্তা থেকে ঢাকামুখী লেনে লোকাল বাসে সংকট দেখা যায়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে যান চলাচল সীমিত করে গতকাল বৃহস্পতিবার মধ্য রাত থেকে নির্দেশনা জারি করেছেন।
এদিকে ইজতেমা ময়দানে সর্ব বৃহৎ জুমা আদায় হতে যাচ্ছে আজ। ফলে জুমায় যোগ দিতে টঙ্গী ও এর আশপাশের মুসল্লিরা দলে দলে আসছেন।
আব্দুর রউফ চাকরি করেন রাজধানীর বনানী এলাকার একটি বেসরকারি কোম্পানিতে। সকাল ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।
আব্দুর রউফ বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় আছি। বাস আসছে না। অফিসের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে গেছে এখানেই।’
গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গীর বিসিক এলাকার একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে এসেছেন হাফিজুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টায় বাসযোগে রওনা দিয়ে সাড়ে ১০টার দিকে এসে পৌঁছেছি। সড়ক জুড়ে তীব্র যানজট।’
পরিবহনের চালক আমান উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী বাজার পৌঁছেছে। সব যাত্রী নেমে গেছে। এ যানজটের বিস্তৃতি অনেক।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ইজতেমা ময়দানের জুমার নামাজ আদায় করতে আজ প্রায় দশ লাখ লোকের সমাগম ঘটতে পারে। তা ছাড়া মুসল্লিদের চলাচলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের ধীর গতি রয়েছে।
এই উপকমিশনার আরও বলেন, ‘আমরা সড়কে নতুন নির্দেশনা দিয়েছি। আশা করি বিকেল ৫টার দিকে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।’

টঙ্গীর তুরাগ পাড়ে আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ সড়কে চৌরাস্তা থেকে ঢাকামুখী লেনে লোকাল বাসে সংকট দেখা যায়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে যান চলাচল সীমিত করে গতকাল বৃহস্পতিবার মধ্য রাত থেকে নির্দেশনা জারি করেছেন।
এদিকে ইজতেমা ময়দানে সর্ব বৃহৎ জুমা আদায় হতে যাচ্ছে আজ। ফলে জুমায় যোগ দিতে টঙ্গী ও এর আশপাশের মুসল্লিরা দলে দলে আসছেন।
আব্দুর রউফ চাকরি করেন রাজধানীর বনানী এলাকার একটি বেসরকারি কোম্পানিতে। সকাল ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।
আব্দুর রউফ বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় আছি। বাস আসছে না। অফিসের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে গেছে এখানেই।’
গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গীর বিসিক এলাকার একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে এসেছেন হাফিজুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টায় বাসযোগে রওনা দিয়ে সাড়ে ১০টার দিকে এসে পৌঁছেছি। সড়ক জুড়ে তীব্র যানজট।’
পরিবহনের চালক আমান উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী বাজার পৌঁছেছে। সব যাত্রী নেমে গেছে। এ যানজটের বিস্তৃতি অনেক।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ইজতেমা ময়দানের জুমার নামাজ আদায় করতে আজ প্রায় দশ লাখ লোকের সমাগম ঘটতে পারে। তা ছাড়া মুসল্লিদের চলাচলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের ধীর গতি রয়েছে।
এই উপকমিশনার আরও বলেন, ‘আমরা সড়কে নতুন নির্দেশনা দিয়েছি। আশা করি বিকেল ৫টার দিকে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।’

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৩ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২ ঘণ্টা আগে