Ajker Patrika

গাজীপুরে তেলবাহী লরির চাপায় প্রতিবন্ধী ছেলেসহ বাবা নিহত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে তেলবাহী লরির চাপায় প্রতিবন্ধী ছেলেসহ বাবা নিহত

গাজীপুরে তেলবাহী লরির চাপায় প্রতিবন্ধী ছেলে মো. শহীদ ও বাবা মো. জলিল হোসেন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে মহানগরীর পুবাইল থানাধীন মিরের বাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাদিুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মীরের বাজার এলাকায় একটি তুলা ফ্যাক্টরির সামনে প্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করছিলেন বাবা। এ সময় একটি লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং লরিটি আটক করেছে। নিহতের স্বজনেরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে প্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করার সময় বেপরোয়া গতি লড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্য হয়। নিহত মো. জলিল হোসেনের (৬৪) বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার জালকাটা গ্রামে। 

ঘটনার পর লরির চালক শ্রী সুজন মাল্লাকে (৩৫) আটক করা হয়েছে। তার বাড়ি জামালপুরে মাদারগঞ্জে। পরিবার নিয়ে গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোর এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত