শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে আঞ্চলিক এই সড়কে সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পৌরসভার কেওয়া নতুনবাজার এলাকায় শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা।
কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘কারখানার মালিক গোপনে শ্রমিকদের না জানিয়ে বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বিক্রি করে দিছেন। আজ সকালে কাজে এসে দেখি কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। সামনে ঈদ আমাদের সন্তানদের মুখে একটু খাবার, একটি নতুন জামা কেনার কত ইচ্ছে। এগুলো কে পূরণ করবে? আমাদের সন্তানেরা তো আমাদের পথ চেয়ে থাকে; মা-বাবা কখন নতুন জামাকাপড় নিয়ে আসবে। আমরা কি আর এমনিতেই রাস্তায় এসেছি? এই গরমে আপনি কতক্ষণ থাকতে পারবেন? আমরা পেটের দায়ে এসেছি।’
কারখানার শ্রমিক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের দুই মাসের বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ কারখানা বিক্রি করে চলে গেছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের জন্য অনেক তারিখ দিয়েছে। সর্বশেষ ঈদের আগে বেতন দিবে বলে জানিয়েছেন। আজ এসে দেখি কারখানা বন্ধ। বাধ্য হয়ে রাস্তায় এসেছি।’
কারখানার মানবসম্পদ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় আছি। কারখানা বিক্রি করা মালিকের কাজ। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ২৫ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছে। এই আশ্বাসে শ্রমিকেরা বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে আঞ্চলিক এই সড়কে সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পৌরসভার কেওয়া নতুনবাজার এলাকায় শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা।
কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘কারখানার মালিক গোপনে শ্রমিকদের না জানিয়ে বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বিক্রি করে দিছেন। আজ সকালে কাজে এসে দেখি কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। সামনে ঈদ আমাদের সন্তানদের মুখে একটু খাবার, একটি নতুন জামা কেনার কত ইচ্ছে। এগুলো কে পূরণ করবে? আমাদের সন্তানেরা তো আমাদের পথ চেয়ে থাকে; মা-বাবা কখন নতুন জামাকাপড় নিয়ে আসবে। আমরা কি আর এমনিতেই রাস্তায় এসেছি? এই গরমে আপনি কতক্ষণ থাকতে পারবেন? আমরা পেটের দায়ে এসেছি।’
কারখানার শ্রমিক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের দুই মাসের বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ কারখানা বিক্রি করে চলে গেছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের জন্য অনেক তারিখ দিয়েছে। সর্বশেষ ঈদের আগে বেতন দিবে বলে জানিয়েছেন। আজ এসে দেখি কারখানা বন্ধ। বাধ্য হয়ে রাস্তায় এসেছি।’
কারখানার মানবসম্পদ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় আছি। কারখানা বিক্রি করা মালিকের কাজ। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ২৫ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছে। এই আশ্বাসে শ্রমিকেরা বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৭ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে