গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে ইশতেহার ঘোষণা করেছেন সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর একটি হলরুমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
এ সময় নিয়াজ উদ্দিন বলেন, গাজীপুর নগরীকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করবেন।
লিখিত ইশতেহারে নিয়াজ উদ্দিন গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের সহযোগিতায় একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৃজনশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলে শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর ইশতেহারে বিশেষ গুরুত্ব দেন।
প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার করার মাধ্যমে সর্বসাধারণের চিকিৎসাসেবার ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিক ও অন্যান্য শ্রমিকদের জন্য গাজীপুর মহানগর শ্রম হাসপাতাল নির্মাণ করার অঙ্গীকারও রয়েছে তাঁর ইশতেহারে।
নিয়াজ উদ্দিন আরও বলেন, প্রত্যেক ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণ, নগরের দুস্থ এবং অসহায় ভূমিহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণসহ পরিচ্ছন্ন গাজীপুর গড়ার লক্ষ্যে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে আবর্জনা অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইশতেহার ঘোষণার সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, কেন্দ্রীয় সদস্য হারুনুর রশিদ, মনোয়ার হোসেন, শেখ মাসুদুল আলম টিটু, জাকির হোসেন, জাতীয় পার্টির নেতা জহিরুল ইসলাম সরকার, আশরাফুল ইসলাম আলম, আব্দুস সালাম মোল্লা, আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে ইশতেহার ঘোষণা করেছেন সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর একটি হলরুমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
এ সময় নিয়াজ উদ্দিন বলেন, গাজীপুর নগরীকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করবেন।
লিখিত ইশতেহারে নিয়াজ উদ্দিন গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের সহযোগিতায় একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৃজনশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলে শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর ইশতেহারে বিশেষ গুরুত্ব দেন।
প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার করার মাধ্যমে সর্বসাধারণের চিকিৎসাসেবার ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিক ও অন্যান্য শ্রমিকদের জন্য গাজীপুর মহানগর শ্রম হাসপাতাল নির্মাণ করার অঙ্গীকারও রয়েছে তাঁর ইশতেহারে।
নিয়াজ উদ্দিন আরও বলেন, প্রত্যেক ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণ, নগরের দুস্থ এবং অসহায় ভূমিহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণসহ পরিচ্ছন্ন গাজীপুর গড়ার লক্ষ্যে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে আবর্জনা অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইশতেহার ঘোষণার সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, কেন্দ্রীয় সদস্য হারুনুর রশিদ, মনোয়ার হোসেন, শেখ মাসুদুল আলম টিটু, জাকির হোসেন, জাতীয় পার্টির নেতা জহিরুল ইসলাম সরকার, আশরাফুল ইসলাম আলম, আব্দুস সালাম মোল্লা, আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে