টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ অনুসারীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার টঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা এ ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর টঙ্গীর বিশ্ব ইজতেমা মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাদ অনুসারীরা।
সংবাদ সম্মেলন সাদ অনুসারী মুরব্বি রেজা আরিফ বলেন, ‘আমাদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, আমাদের জোড় ইজতেমা করতে লিখিত অনুমতি দেওয়া হবে। মাওলানা জুবায়ের অনুসারীরা ইতিমধ্যে জোড় ইজতেমা শেষ করেছেন। যেহেতু আমাদের জোড় ইজতেমা সন্নিকটে তাই ময়দানে কিছু সংস্কার কাজ করতে হয়।
আমাদের একটি প্রতিনিধিদল ময়দানে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ময়দানে প্রবেশ না করতে বলা হয়। আমরা আজ (বৃহস্পতিবার) ময়দানে প্রবেশ করতে যাইনি।’
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী এই ময়দানটি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কথা। বিগত বছরগুলোতেও তাবলিগের কাজ শেষে মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা ময়দানটি দখলে রেখেছিলেন। এবারও দখল করে রেখেছেন।’
রেজা আরিফ বলেন, ‘আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (অপরাধ দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেলা সাড়ে ৩টার দিকে প্রাইভেট কারে চেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা দিয়ে ময়দানের পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা মসজিদে রওনা দিই।

এ সময় আগে থেকে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া কয়েক শ মাওলানা জুবায়ের অনুসারীরা আমাদের প্রাইভেট কারের গতিরোধ করে এবং ভাঙচুর চালায়। এ সময় আমিসহ আরও চারজন মুরব্বি আহত হন। তা*রা হলেন বশির শিকদার, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আতাউর রহমান ও হাজি মনির।’

তিনি আরও বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আজ আমাদের ওপর হামলার মতো কোনো যৌক্তিক কারণ নেই। আমরা ময়দানে যাইনি। তবে ময়দানের পাশের সড়ক ব্যবহার করে আমাদের গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা চাই তারা বদলে যাক, তবলিগের লোকজনের এমন আচরণ কাম্য নয়।
আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। সরকারের পক্ষ থেকে আমাদের জোড় ইজতেমা করতে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা জোড় ইজতেমা করব। আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খল নই। আজকের হামলার ঘটনায় আয়োজক কমিটির অন্য মুরব্বিদের সঙ্গে আলোচনা করে আইনত ব্যবস্থা নেব।’

গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ অনুসারীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার টঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা এ ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর টঙ্গীর বিশ্ব ইজতেমা মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাদ অনুসারীরা।
সংবাদ সম্মেলন সাদ অনুসারী মুরব্বি রেজা আরিফ বলেন, ‘আমাদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, আমাদের জোড় ইজতেমা করতে লিখিত অনুমতি দেওয়া হবে। মাওলানা জুবায়ের অনুসারীরা ইতিমধ্যে জোড় ইজতেমা শেষ করেছেন। যেহেতু আমাদের জোড় ইজতেমা সন্নিকটে তাই ময়দানে কিছু সংস্কার কাজ করতে হয়।
আমাদের একটি প্রতিনিধিদল ময়দানে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ময়দানে প্রবেশ না করতে বলা হয়। আমরা আজ (বৃহস্পতিবার) ময়দানে প্রবেশ করতে যাইনি।’
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী এই ময়দানটি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কথা। বিগত বছরগুলোতেও তাবলিগের কাজ শেষে মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা ময়দানটি দখলে রেখেছিলেন। এবারও দখল করে রেখেছেন।’
রেজা আরিফ বলেন, ‘আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (অপরাধ দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেলা সাড়ে ৩টার দিকে প্রাইভেট কারে চেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা দিয়ে ময়দানের পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা মসজিদে রওনা দিই।

এ সময় আগে থেকে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া কয়েক শ মাওলানা জুবায়ের অনুসারীরা আমাদের প্রাইভেট কারের গতিরোধ করে এবং ভাঙচুর চালায়। এ সময় আমিসহ আরও চারজন মুরব্বি আহত হন। তা*রা হলেন বশির শিকদার, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আতাউর রহমান ও হাজি মনির।’

তিনি আরও বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আজ আমাদের ওপর হামলার মতো কোনো যৌক্তিক কারণ নেই। আমরা ময়দানে যাইনি। তবে ময়দানের পাশের সড়ক ব্যবহার করে আমাদের গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা চাই তারা বদলে যাক, তবলিগের লোকজনের এমন আচরণ কাম্য নয়।
আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। সরকারের পক্ষ থেকে আমাদের জোড় ইজতেমা করতে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা জোড় ইজতেমা করব। আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খল নই। আজকের হামলার ঘটনায় আয়োজক কমিটির অন্য মুরব্বিদের সঙ্গে আলোচনা করে আইনত ব্যবস্থা নেব।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে