টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সামনে বেসরকারি একটি হাসপাতালে ২২ ঘণ্টা আটকে থাকার পর চার বছরের শিশু ও তার বাবাকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালা কেটে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আটক বা কোনো মামলা দায়ের হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, টঙ্গী আল-বারাকা জেনারেল হাসপাতালে কর্মরত ১৫ জন কর্মকর্তা–কর্মচারীর চার মাসের বেতন বকেয়া। গত ২০ আগস্ট বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও তা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ক্ষোভে গতকাল (বৃহস্পতিবার) রাতে হাসপাতালের নারী অভ্যর্থনা কর্মী ইতি আক্তার গেটে তালা বন্ধ করে চলে যান।
এ সময় হাসপাতালের দ্বিতীয় তলায় বসবাস করা পরিচ্ছন্ন কর্মী রিপা আক্তারের স্বামী পারভেজ ও তার চার বছরের শিশু মরিয়ম আটকা পড়েন। এর কিছু সময় পর বাইরে থাকায় পরিচ্ছন্ন কর্মী রিপা আক্তার ফিরে এসে দেখেন হাসপাতালের গেটে তালা ঝুলছে। ওই সময় থেকে অভ্যর্থনা কর্মী ইতি আক্তারের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ফিরে যায়।
আজ শুক্রবার টঙ্গী পূর্ব থানা-পুলিশকে বিষয়টি আবারও জানানো হলে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরে স্থানীয়রা হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালককে খবর পাঠান। সন্ধ্যায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তৈয়বুর রহমান ঘটনাস্থলে এলে উত্তেজিত কর্মচারী-কর্মকর্তারা তাকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে ২২ ঘণ্টা পর হাসপাতালের নিরাপত্তা গেটের তালা কেটে ভেতরে আটকে পড়া পরিচ্ছন্ন কর্মীর স্বামী ও তার শিশুকে উদ্ধার করা হয়।
রিপা আক্তার বলেন, ‘আমি হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষে স্বামী ও শিশু মেয়ে নিয়ে বাস করতাম। হাসপাতালটিতে কোনো ভর্তি রোগী ছিল না। গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভেতরে স্বামী ও শিশু মেয়েকে রেখে বাইরে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে হাসপাতালের গেটে তালা ঝুলতে দেখি। তারপর পুলিশে খবর দিলে তারা (পুলিশ) এসে ফিরে যায়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তৈয়বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমার ছেলে ডা. এম রহমান দেশের বাইরে রয়েছে। সে হাসপাতালটি দেখাশোনা করে। সে দেশে আসলে কর্মকর্তা–কর্মচারীদের বেতনের ব্যবস্থা করা হবে।’ এ বিষয়ে কথা বলতে হাসপাতালের অভ্যর্থনা কর্মী ইতি আক্তারের মোবাইল নম্বরে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পূর্ব থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে থানার ডিউটি অফিসার আমাকে বিষয়টি জানালে আমি হাসপাতালে যাই। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাবা-মেয়েকে খাবার দিতে বলে, আমি চলে আসি। সন্ধ্যায় কর্তৃপক্ষ এসে নিরাপত্তা গেটের তালা কেটে ফেলার বিষয়টি জানিয়েছে।’ টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সামনে বেসরকারি একটি হাসপাতালে ২২ ঘণ্টা আটকে থাকার পর চার বছরের শিশু ও তার বাবাকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালা কেটে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আটক বা কোনো মামলা দায়ের হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, টঙ্গী আল-বারাকা জেনারেল হাসপাতালে কর্মরত ১৫ জন কর্মকর্তা–কর্মচারীর চার মাসের বেতন বকেয়া। গত ২০ আগস্ট বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও তা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ক্ষোভে গতকাল (বৃহস্পতিবার) রাতে হাসপাতালের নারী অভ্যর্থনা কর্মী ইতি আক্তার গেটে তালা বন্ধ করে চলে যান।
এ সময় হাসপাতালের দ্বিতীয় তলায় বসবাস করা পরিচ্ছন্ন কর্মী রিপা আক্তারের স্বামী পারভেজ ও তার চার বছরের শিশু মরিয়ম আটকা পড়েন। এর কিছু সময় পর বাইরে থাকায় পরিচ্ছন্ন কর্মী রিপা আক্তার ফিরে এসে দেখেন হাসপাতালের গেটে তালা ঝুলছে। ওই সময় থেকে অভ্যর্থনা কর্মী ইতি আক্তারের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ফিরে যায়।
আজ শুক্রবার টঙ্গী পূর্ব থানা-পুলিশকে বিষয়টি আবারও জানানো হলে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরে স্থানীয়রা হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালককে খবর পাঠান। সন্ধ্যায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তৈয়বুর রহমান ঘটনাস্থলে এলে উত্তেজিত কর্মচারী-কর্মকর্তারা তাকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে ২২ ঘণ্টা পর হাসপাতালের নিরাপত্তা গেটের তালা কেটে ভেতরে আটকে পড়া পরিচ্ছন্ন কর্মীর স্বামী ও তার শিশুকে উদ্ধার করা হয়।
রিপা আক্তার বলেন, ‘আমি হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষে স্বামী ও শিশু মেয়ে নিয়ে বাস করতাম। হাসপাতালটিতে কোনো ভর্তি রোগী ছিল না। গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভেতরে স্বামী ও শিশু মেয়েকে রেখে বাইরে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে হাসপাতালের গেটে তালা ঝুলতে দেখি। তারপর পুলিশে খবর দিলে তারা (পুলিশ) এসে ফিরে যায়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তৈয়বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমার ছেলে ডা. এম রহমান দেশের বাইরে রয়েছে। সে হাসপাতালটি দেখাশোনা করে। সে দেশে আসলে কর্মকর্তা–কর্মচারীদের বেতনের ব্যবস্থা করা হবে।’ এ বিষয়ে কথা বলতে হাসপাতালের অভ্যর্থনা কর্মী ইতি আক্তারের মোবাইল নম্বরে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পূর্ব থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে থানার ডিউটি অফিসার আমাকে বিষয়টি জানালে আমি হাসপাতালে যাই। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাবা-মেয়েকে খাবার দিতে বলে, আমি চলে আসি। সন্ধ্যায় কর্তৃপক্ষ এসে নিরাপত্তা গেটের তালা কেটে ফেলার বিষয়টি জানিয়েছে।’ টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
২৯ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
১ ঘণ্টা আগে