গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রাস্তার পাশ থেকে মোসা. আছিয়া বেগম (৩৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া আকসা মসজিদের গলির ভেতরে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওলভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম।
ওসি জানান, সুরতহাল প্রতিবেদন এবং পোশাকের বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, গেল রাতে কোনো এক সময় তাঁকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে হত্যাকারী পালিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, এই গলির ভেতরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাসার ময়লা ফেলতে গেলে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বিষয়টি জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই নারীর গায়ে আকাশি রঙের জ্যাকেট পরা ছিল।
ওসি জিয়াউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় হিসাবে নারীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

গাজীপুরে রাস্তার পাশ থেকে মোসা. আছিয়া বেগম (৩৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া আকসা মসজিদের গলির ভেতরে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওলভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম।
ওসি জানান, সুরতহাল প্রতিবেদন এবং পোশাকের বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, গেল রাতে কোনো এক সময় তাঁকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে হত্যাকারী পালিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, এই গলির ভেতরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাসার ময়লা ফেলতে গেলে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বিষয়টি জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই নারীর গায়ে আকাশি রঙের জ্যাকেট পরা ছিল।
ওসি জিয়াউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় হিসাবে নারীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে