গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কারখানার সুইং সেকশনের অপারেটররা জেনারেটর বন্ধ করে বিক্ষোভ করেন। পরে আজ সোমবার ভোর থেকে কাজ বন্ধ রেখে তাঁরা আবারও বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ১৯ মার্চ পরিশোধের দিন ধার্য ছিল। মালিকপক্ষ ওই তারিখে বকেয়া পরিশোধ না করে ২৩ মার্চ দিন ধার্য করে। কিন্তু পরে আবার ২৯ মার্চ পুনরায় দিন ধার্য করা হয়। কিন্তু সেদিনও বেতন না পেয়ে কারখানার নিটিং সেকশনের শ্রমিকেরা গত ২৯ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হয়ে হইচই শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ কারখানায় উপস্থিত হয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে নিটিং সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ৩০ মার্চ পরিশোধ করা হবে বলে জানায়। তা ছাড়া সুইং, ফিনিশিং, গার্মেন্টস ও আয়রন সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ২ এপ্রিল পরিশোধ করা হবে বলে ঘোষণা দেয়।
শ্রমিকেরা আরও জানান, ওই সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ নিটিং সেকশনের শ্রমিকদের ফেব্রুয়ারির বকেয়া বেতন গত ৩০ মার্চ পরিশোধ করে। কিন্তু সুইং, ফিনিশিং, গার্মেন্টস ও আয়রন সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ২ এপ্রিল পরিশোধ করেনি। এই কারণে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে হইচই শুরু করেন। এ সময় তাঁরা কারখানার সিসি ক্যামেরা, জানালা ও গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আজ সোমবার ভোর ৬টার দিকে শিফট পরিবর্তনের সময় শ্রমিকদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে ১০-১২ হাজার শ্রমিক কারখানার সামনের কোনাবাড়ী-কাশিমপুর ফিডার রোড অবরোধ করেন এবং আরও প্রায় চার-পাঁচ হাজার শ্রমিক কারখানার ভেতরে অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতন নির্ধারিত সময়ে পরিশোধ না করায় কারখানার সামনে ফিডার রোডে অবস্থান নিয়েছেন। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করছি, যাতে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করে। আশা করছি, আজই বকেয়া বেতন পরিশোধ করা হবে।’
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কারখানার সুইং সেকশনের অপারেটররা জেনারেটর বন্ধ করে বিক্ষোভ করেন। পরে আজ সোমবার ভোর থেকে কাজ বন্ধ রেখে তাঁরা আবারও বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ১৯ মার্চ পরিশোধের দিন ধার্য ছিল। মালিকপক্ষ ওই তারিখে বকেয়া পরিশোধ না করে ২৩ মার্চ দিন ধার্য করে। কিন্তু পরে আবার ২৯ মার্চ পুনরায় দিন ধার্য করা হয়। কিন্তু সেদিনও বেতন না পেয়ে কারখানার নিটিং সেকশনের শ্রমিকেরা গত ২৯ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হয়ে হইচই শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ কারখানায় উপস্থিত হয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে নিটিং সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ৩০ মার্চ পরিশোধ করা হবে বলে জানায়। তা ছাড়া সুইং, ফিনিশিং, গার্মেন্টস ও আয়রন সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ২ এপ্রিল পরিশোধ করা হবে বলে ঘোষণা দেয়।
শ্রমিকেরা আরও জানান, ওই সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ নিটিং সেকশনের শ্রমিকদের ফেব্রুয়ারির বকেয়া বেতন গত ৩০ মার্চ পরিশোধ করে। কিন্তু সুইং, ফিনিশিং, গার্মেন্টস ও আয়রন সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ২ এপ্রিল পরিশোধ করেনি। এই কারণে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে হইচই শুরু করেন। এ সময় তাঁরা কারখানার সিসি ক্যামেরা, জানালা ও গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আজ সোমবার ভোর ৬টার দিকে শিফট পরিবর্তনের সময় শ্রমিকদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে ১০-১২ হাজার শ্রমিক কারখানার সামনের কোনাবাড়ী-কাশিমপুর ফিডার রোড অবরোধ করেন এবং আরও প্রায় চার-পাঁচ হাজার শ্রমিক কারখানার ভেতরে অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতন নির্ধারিত সময়ে পরিশোধ না করায় কারখানার সামনে ফিডার রোডে অবস্থান নিয়েছেন। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করছি, যাতে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করে। আশা করছি, আজই বকেয়া বেতন পরিশোধ করা হবে।’
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে