টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের কাছে গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আলাউদ্দিন মিয়া। তিনি টঙ্গীর পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ)’ গাজীপুর জেলা শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
আজ বিকেলে র্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পূর্ব থানায় একটি ও পশ্চিম থানায় আরও একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর র্যাব কার্যালয়ে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রাতে তাঁকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তরের পর পুলিশ তাঁকে আদালতে পাঠাবে।
গ্রেপ্তারের পর আলাউদ্দিন মিয়া বলেন, ‘আমি কখনো ছাত্রদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিরোধিতা করিনি। জুলাই ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় কোনো ছাত্রকে হয়রানি করিনি। আর ছাত্রহত্যার বিষয়ে আমার কোনো সম্পৃক্ত ছিল না। বিএনপি নেতা জিএস স্বপন আমার কাছে টাকা চেয়েছিলেন। আমি দিতে রাজি হইনি। তাই দুটি মামলায় আমাকে আসামি করা হয়েছে।’
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে আলাউদ্দিন মিয়াকে র্যাবের একটি দল গ্রেপ্তার করেছে। টঙ্গী পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের কাছে গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আলাউদ্দিন মিয়া। তিনি টঙ্গীর পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ)’ গাজীপুর জেলা শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
আজ বিকেলে র্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পূর্ব থানায় একটি ও পশ্চিম থানায় আরও একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর র্যাব কার্যালয়ে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রাতে তাঁকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তরের পর পুলিশ তাঁকে আদালতে পাঠাবে।
গ্রেপ্তারের পর আলাউদ্দিন মিয়া বলেন, ‘আমি কখনো ছাত্রদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিরোধিতা করিনি। জুলাই ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় কোনো ছাত্রকে হয়রানি করিনি। আর ছাত্রহত্যার বিষয়ে আমার কোনো সম্পৃক্ত ছিল না। বিএনপি নেতা জিএস স্বপন আমার কাছে টাকা চেয়েছিলেন। আমি দিতে রাজি হইনি। তাই দুটি মামলায় আমাকে আসামি করা হয়েছে।’
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে আলাউদ্দিন মিয়াকে র্যাবের একটি দল গ্রেপ্তার করেছে। টঙ্গী পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
১৭ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে