শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের খানটেক্স কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
কারখানার নারী শ্রমিক জাহানারা বলেন, ‘বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে বাড়ি যাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি। আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় কারখানায় এসে শুনি কারখানা বন্ধ। আমাদের কোনো কিছু না জানিয়ে, বেতন-ভাতা পরিশোধ না করে একটি নোটিশ টানিয়ে বলছে কারখানা বন্ধ। কারখানা বন্ধ করবে করুক, কিন্তু আমাদের নোটিশে জানাবে, বেতন পরিশোধ করবে, এরপর কারখানা বন্ধ করবে। এসবের কিছু না করেই কারখানা বন্ধ!’
সোনিয়া আক্তার নামে আরেক শ্রমিক বলেন, ‘কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হাদিসুর রহমান আমাদের প্রতিনিয়ত বকাঝকা করেন। পুরুষ শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। গায়ে পর্যন্ত হাত তোলেন। তবু আমরা পেটের দায়ে সবকিছু মেনে নিয়ে কাজ করি। হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক সমস্যা। বেতন পেলে বাসাভাড়া, দোকানের বাকি ও সন্তানদের পড়াশোনার খরচ দিতে হয়। অথচ কারখানা কর্তৃপক্ষ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিছে।’
কারখানার শ্রমিক ইব্রাহিম বলেন, ‘শ্রমিকেরা সব সময় অবহেলার শিকার। ভালোভাবে কাল বাসায় গেলাম। আজ সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিশ। কারখানা কর্তৃপক্ষ বলছে, বেতন পরে দেবে। কী কারণে বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করছে, সে বিষয়ে কোনো কথা বলছে না কারখানা কর্তৃপক্ষ। আমরা বাসাভাড়া কী করে দেব? দোকান বাকির চাপ। পুলিশ এলেও কোনো সমাধান পাচ্ছি না।’

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. হাদিসুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। বন্ধের সিদ্ধান্ত হঠাৎ করে হওয়ায় শ্রমিকদের জানানো সম্ভব হয়নি। শ্রমিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করব? অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।’

গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের খানটেক্স কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
কারখানার নারী শ্রমিক জাহানারা বলেন, ‘বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে বাড়ি যাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি। আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় কারখানায় এসে শুনি কারখানা বন্ধ। আমাদের কোনো কিছু না জানিয়ে, বেতন-ভাতা পরিশোধ না করে একটি নোটিশ টানিয়ে বলছে কারখানা বন্ধ। কারখানা বন্ধ করবে করুক, কিন্তু আমাদের নোটিশে জানাবে, বেতন পরিশোধ করবে, এরপর কারখানা বন্ধ করবে। এসবের কিছু না করেই কারখানা বন্ধ!’
সোনিয়া আক্তার নামে আরেক শ্রমিক বলেন, ‘কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হাদিসুর রহমান আমাদের প্রতিনিয়ত বকাঝকা করেন। পুরুষ শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। গায়ে পর্যন্ত হাত তোলেন। তবু আমরা পেটের দায়ে সবকিছু মেনে নিয়ে কাজ করি। হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক সমস্যা। বেতন পেলে বাসাভাড়া, দোকানের বাকি ও সন্তানদের পড়াশোনার খরচ দিতে হয়। অথচ কারখানা কর্তৃপক্ষ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিছে।’
কারখানার শ্রমিক ইব্রাহিম বলেন, ‘শ্রমিকেরা সব সময় অবহেলার শিকার। ভালোভাবে কাল বাসায় গেলাম। আজ সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিশ। কারখানা কর্তৃপক্ষ বলছে, বেতন পরে দেবে। কী কারণে বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করছে, সে বিষয়ে কোনো কথা বলছে না কারখানা কর্তৃপক্ষ। আমরা বাসাভাড়া কী করে দেব? দোকান বাকির চাপ। পুলিশ এলেও কোনো সমাধান পাচ্ছি না।’

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. হাদিসুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। বন্ধের সিদ্ধান্ত হঠাৎ করে হওয়ায় শ্রমিকদের জানানো সম্ভব হয়নি। শ্রমিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করব? অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৫ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৭ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২০ মিনিট আগে