গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে জুলাই আন্দোলনে ইলিম হোসেন নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার রাতে থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আবু সাইদ রাজু, তিনি উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে এবং নিজেকে জুলাই আন্দোলনে অংশ গ্রহণকারী পরিচয় দিয়ে মামলাটি করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান মামলার বিষয়টি করার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা মিজান হোসেন, রতনপুর মহল্লা আওয়ামী লীগের সভাপতি চান্দু মেম্বার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন, সদস্য আবদুর রাজ্জাক, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা হাসান মৃধা, যুবলীগ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট কমপ্লিট শাটডাউন দিয়ে কালিয়াকৈর সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে এক দফার কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় ইলিম হোসেন (৪৩) গুলিবিদ্ধ হন। আহত ইলিম হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দাফন করেন।
বাদী আবু সাইদ রাজু জানান, ‘নিহত ইলিম হোসেন আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর পরিবার মামলা করতে চায়নি। আমি ওই হত্যাকাণ্ডের বিচার চাই, তাই মামলা করেছি।’
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিবারসহ ছাত্র-জনতার আন্দোলনের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে আলাপ-আলোচনা করে মামলা করতে দেরি হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে জুলাই আন্দোলনে ইলিম হোসেন নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার রাতে থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আবু সাইদ রাজু, তিনি উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে এবং নিজেকে জুলাই আন্দোলনে অংশ গ্রহণকারী পরিচয় দিয়ে মামলাটি করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান মামলার বিষয়টি করার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা মিজান হোসেন, রতনপুর মহল্লা আওয়ামী লীগের সভাপতি চান্দু মেম্বার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন, সদস্য আবদুর রাজ্জাক, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা হাসান মৃধা, যুবলীগ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট কমপ্লিট শাটডাউন দিয়ে কালিয়াকৈর সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে এক দফার কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় ইলিম হোসেন (৪৩) গুলিবিদ্ধ হন। আহত ইলিম হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দাফন করেন।
বাদী আবু সাইদ রাজু জানান, ‘নিহত ইলিম হোসেন আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর পরিবার মামলা করতে চায়নি। আমি ওই হত্যাকাণ্ডের বিচার চাই, তাই মামলা করেছি।’
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিবারসহ ছাত্র-জনতার আন্দোলনের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে আলাপ-আলোচনা করে মামলা করতে দেরি হয়েছে।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৬ মিনিট আগে