
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টঙ্গী বড় দেওড়া ফকির মার্কেট এলাকায় স্থানীয় প্যানাজিয়া ফ্যাশনের গোল্ডেন টেক্স অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন। তিনি বলেন, ‘কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। ২৮ মার্চ ও ৫ এপ্রিল দুই দফায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন বলে জানান তিনি।’
শ্রমিকেরা জানান, বকেয়া বেতন, কারখানায় শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন, অতিরিক্ত সময়ে কাজ ও রাতের সময়ে কাজ করার টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া কয়েক দিনে প্রায় ৩০ জন শ্রমিককে বিভিন্ন অজুহাতে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে ১০ মার্চ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এসব কারণে শ্রমিকেরা আজ দুপুরে কাজ বন্ধ রেখে স্থানীয় চেরাগআলী-ভাদাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকেরা আরও জানান, টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৮ মার্চ ফেব্রুয়ারি মাসের ও ৫ এপ্রিল মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে বিক্ষোভ তুলে নিয়ে কারখানায় ফেরেন শ্রমিকেরা।
কারখানার ফিনিশিং সেকশনের শ্রমিক নিলিমা আক্তার বলেন, ‘কারখানা মালিক বেতন পরিশোধ না করায় বাড়ি ভাড়া দিতে পারছি না। দোকানে বাকি পড়ে আছে। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করেছি।’
কারখানার নিটিং সেকশনের শ্রমিক শাহিদা বেগম বলেন, ‘আজ দুপুরে কারখানা কর্তৃপক্ষকে বেতন পরিশোধের বিষয়ে বললে তারা কোনো উদ্যোগ নেইনি। তাই কাজ বন্ধ করে সড়কে বিক্ষোভ করি। বিকেলে পুলিশের আশ্বাসে সড়ক থেকে আমরা কারখানায় ফিরে আসি।’
কারখানা মালিক এসএম রবিউল আলম বলেন, ‘বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়েছিলেন। বিষয়টির সমাধান হয়ে গেছে।’

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টঙ্গী বড় দেওড়া ফকির মার্কেট এলাকায় স্থানীয় প্যানাজিয়া ফ্যাশনের গোল্ডেন টেক্স অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন। তিনি বলেন, ‘কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। ২৮ মার্চ ও ৫ এপ্রিল দুই দফায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন বলে জানান তিনি।’
শ্রমিকেরা জানান, বকেয়া বেতন, কারখানায় শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন, অতিরিক্ত সময়ে কাজ ও রাতের সময়ে কাজ করার টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া কয়েক দিনে প্রায় ৩০ জন শ্রমিককে বিভিন্ন অজুহাতে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে ১০ মার্চ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এসব কারণে শ্রমিকেরা আজ দুপুরে কাজ বন্ধ রেখে স্থানীয় চেরাগআলী-ভাদাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকেরা আরও জানান, টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৮ মার্চ ফেব্রুয়ারি মাসের ও ৫ এপ্রিল মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে বিক্ষোভ তুলে নিয়ে কারখানায় ফেরেন শ্রমিকেরা।
কারখানার ফিনিশিং সেকশনের শ্রমিক নিলিমা আক্তার বলেন, ‘কারখানা মালিক বেতন পরিশোধ না করায় বাড়ি ভাড়া দিতে পারছি না। দোকানে বাকি পড়ে আছে। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করেছি।’
কারখানার নিটিং সেকশনের শ্রমিক শাহিদা বেগম বলেন, ‘আজ দুপুরে কারখানা কর্তৃপক্ষকে বেতন পরিশোধের বিষয়ে বললে তারা কোনো উদ্যোগ নেইনি। তাই কাজ বন্ধ করে সড়কে বিক্ষোভ করি। বিকেলে পুলিশের আশ্বাসে সড়ক থেকে আমরা কারখানায় ফিরে আসি।’
কারখানা মালিক এসএম রবিউল আলম বলেন, ‘বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়েছিলেন। বিষয়টির সমাধান হয়ে গেছে।’

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১৪ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে