গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিভিন্ন এলাকায় সাময়িক বন্ধ থাকার পর আজ শনিবার প্রায় সব পোশাক কারখানা খুলেছে। কারখানা খুলে দেওয়ার পর আজ আবার কয়েকটি স্থানে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকায় শ্রমিক–পুলিশ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার এলাকায় আজ সকালে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন এসএম নিট গার্মেন্টসের শ্রমিকেরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটে শিল্প পুলিশের এএসপিসহ এক পরিদর্শক আহত হন। জবাবে পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে কয়েকজন শ্রমিক আহত হন।
পুলিশ জানায়, আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলসহ গুলি ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২–এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, ‘আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পরিদর্শক আবদুর নুর ও আমি গুরুতরভাবে আহত হই।’

গাজীপুরে বিভিন্ন এলাকায় সাময়িক বন্ধ থাকার পর আজ শনিবার প্রায় সব পোশাক কারখানা খুলেছে। কারখানা খুলে দেওয়ার পর আজ আবার কয়েকটি স্থানে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকায় শ্রমিক–পুলিশ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার এলাকায় আজ সকালে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন এসএম নিট গার্মেন্টসের শ্রমিকেরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটে শিল্প পুলিশের এএসপিসহ এক পরিদর্শক আহত হন। জবাবে পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে কয়েকজন শ্রমিক আহত হন।
পুলিশ জানায়, আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলসহ গুলি ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২–এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, ‘আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পরিদর্শক আবদুর নুর ও আমি গুরুতরভাবে আহত হই।’

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
৪২ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে