কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গাড়িচাপায় মো. ডালিম মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তাঁর কোলে থাকা শিশুকন্যা তানিসা (৩) গুরুতর আহত হয়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ইউনিয়নের সূর্য নারায়ণপুর স্কুল গেটের সামনে এই ঘটনা ঘটে।
ডালিম মিয়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মৃত মো. ইউসুফের ছেলে। শৈশব থেকে তিনি সূর্য নারায়ণপুর গ্রামে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ডালিম মিয়া তাঁর স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে উপজেলা সদরের একটি বেসরকারি ব্যাংক থেকে অটোরিকশা কেনার জন্য ঋণের টাকা উত্তোলন করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে সূর্য নারায়ণপুর স্কুল গেটে এসে সড়কের পাশে বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। এ সময় তাঁর কোলে থাকা তিন বছরের কন্যা তানিশা রাস্তায় ছিটকে পড়ে।
এরপর আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডালিম মিয়াকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় তানিশাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে সঠিক করে বলা যাচ্ছে না সেটি বাস নাকি মাইক্রোবাস ছিল।’
ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় শিশুটি মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গাড়িচাপায় মো. ডালিম মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তাঁর কোলে থাকা শিশুকন্যা তানিসা (৩) গুরুতর আহত হয়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ইউনিয়নের সূর্য নারায়ণপুর স্কুল গেটের সামনে এই ঘটনা ঘটে।
ডালিম মিয়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মৃত মো. ইউসুফের ছেলে। শৈশব থেকে তিনি সূর্য নারায়ণপুর গ্রামে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ডালিম মিয়া তাঁর স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে উপজেলা সদরের একটি বেসরকারি ব্যাংক থেকে অটোরিকশা কেনার জন্য ঋণের টাকা উত্তোলন করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে সূর্য নারায়ণপুর স্কুল গেটে এসে সড়কের পাশে বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। এ সময় তাঁর কোলে থাকা তিন বছরের কন্যা তানিশা রাস্তায় ছিটকে পড়ে।
এরপর আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডালিম মিয়াকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় তানিশাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে সঠিক করে বলা যাচ্ছে না সেটি বাস নাকি মাইক্রোবাস ছিল।’
ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় শিশুটি মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
৫ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে