গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে অপহৃত চারটি শিশুকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে প্রধান অভিযুক্ত ব্যক্তির দত্তক দেওয়া শিশুকেও সেখান থেকে উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ড থানা-পুলিশের সহায়তায় ফৌজদারহাট এলাকার রেলবস্তির একটি ঘর থেকে শিশুদের উদ্ধার করে গাজীপুর মহানগর পুলিশ। আজ রোববার বিকেলে গ্রেপ্তার আসামিদের গাজীপুরের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার আলী আকবরের তিন ছেলে আমির হোসেন (২৬), মনির হোসেন (২৮) ও আশিক (২৩) এবং খুলনার সোনাডাঙ্গার হালিমা খাতুন (৩০) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মেরিনা খাতুন (৫৫)।
গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে মনির হোসেন তাঁর শিশুসন্তানকে লালনপালনের জন্য গাছা থানার বাদে কলমেশ্বর এলাকায় বসবাসকারী তাঁর এক আত্মীয়ের কাছে দত্তক দেন। ঈদুল ফিতরের পর মনির তাঁর সন্তানকে দেখতে ওই বাড়িতে যান।
ওসি জানান, গত বৃহস্পতিবার বিকেলে মনিরের ছেলে ওই বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় তিনি তাঁর সহযোগীদের সহযোগিতায় নিজের সন্তানসহ খেলাধুলা করা পাঁচ শিশুকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলবস্তি এলাকায় নিয়ে বন্দী করে রাখেন। পরে নিখোঁজ শিশুদের অভিভাবকেরা তাঁদের সন্তানদের খোঁজে নামেন। অপরদিকে বেড়াতে আসা মনির হোসেন ও তাঁর সন্তানকেও পাওয়া যাচ্ছিল না। এসব কারণে মনির হোসেনকে সন্দেহ হলে নিখোঁজ এক শিশুর বাবা বাদী হয়ে মহানগরীর গাছা থানায় মনির হোসেনসহ অজ্ঞাতনামাদের আসামি করে অপহরণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাছা থানার উপপরিদর্শক সাইফুল আলম বলেন, মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি মনির হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানা-পুলিশের সহায়তায় ফৌজদারহাট এলাকার রেলবস্তি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযান চালিয়ে অপহৃত শিশুদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুরে এনে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের আদেশ পেলে সে অনুযায়ী আসামি ও শিশুদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে অপহৃত চারটি শিশুকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে প্রধান অভিযুক্ত ব্যক্তির দত্তক দেওয়া শিশুকেও সেখান থেকে উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ড থানা-পুলিশের সহায়তায় ফৌজদারহাট এলাকার রেলবস্তির একটি ঘর থেকে শিশুদের উদ্ধার করে গাজীপুর মহানগর পুলিশ। আজ রোববার বিকেলে গ্রেপ্তার আসামিদের গাজীপুরের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার আলী আকবরের তিন ছেলে আমির হোসেন (২৬), মনির হোসেন (২৮) ও আশিক (২৩) এবং খুলনার সোনাডাঙ্গার হালিমা খাতুন (৩০) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মেরিনা খাতুন (৫৫)।
গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে মনির হোসেন তাঁর শিশুসন্তানকে লালনপালনের জন্য গাছা থানার বাদে কলমেশ্বর এলাকায় বসবাসকারী তাঁর এক আত্মীয়ের কাছে দত্তক দেন। ঈদুল ফিতরের পর মনির তাঁর সন্তানকে দেখতে ওই বাড়িতে যান।
ওসি জানান, গত বৃহস্পতিবার বিকেলে মনিরের ছেলে ওই বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় তিনি তাঁর সহযোগীদের সহযোগিতায় নিজের সন্তানসহ খেলাধুলা করা পাঁচ শিশুকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলবস্তি এলাকায় নিয়ে বন্দী করে রাখেন। পরে নিখোঁজ শিশুদের অভিভাবকেরা তাঁদের সন্তানদের খোঁজে নামেন। অপরদিকে বেড়াতে আসা মনির হোসেন ও তাঁর সন্তানকেও পাওয়া যাচ্ছিল না। এসব কারণে মনির হোসেনকে সন্দেহ হলে নিখোঁজ এক শিশুর বাবা বাদী হয়ে মহানগরীর গাছা থানায় মনির হোসেনসহ অজ্ঞাতনামাদের আসামি করে অপহরণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাছা থানার উপপরিদর্শক সাইফুল আলম বলেন, মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি মনির হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানা-পুলিশের সহায়তায় ফৌজদারহাট এলাকার রেলবস্তি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযান চালিয়ে অপহৃত শিশুদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুরে এনে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের আদেশ পেলে সে অনুযায়ী আসামি ও শিশুদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে