কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের ভয়ে নিজের নাম-ঠিকানা বদলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে ১৪ বছর পলাতক ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম (৩৩)। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। অবশেষে কালীগঞ্জ থানা-পুলিশ ময়মনসিংহের গলগন্ডা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে।
গ্রেপ্তার নুরুল ইসলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা। পরিবর্তন করা জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম দেন ফারুক মিয়া। সেখানে বাবার নাম রফিক মিয়া ও মাতার নাম নাছরিন। ঠিকানা হিসেবে শেরপুর সদরের দক্ষিণ নৌহাটা গ্রাম উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ২০০৮ সালে কালীগঞ্জ থানার আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ সদরের গলগন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, নুরুল ইসলাম ২০০৮ সালে উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের ফজলু রহমানের ১৫ বছর বয়সী ছেলে মহিউদ্দিনকে একটি মোবাইল ফোনের জন্য পাঁচজন মিলে হত্যা করে লাশ বিলের ধারে ফেলে দেন। এই ঘটনায় মামলার পর থেকে সব আসামি পলাতক ছিল। বিচারে আসামিদের সবাইকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। কিন্তু আসামি নুরুল ইসলাম বাঁচার জন্য নিজের নাম-ঠিকানা বদলে এনআইডি তৈরি ১৪ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
ওসি ফায়েজুর রহমান বলেন, কালীগঞ্জ থানা-পুলিশ দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান এবং নাম-ঠিকানা নিশ্চিত হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। পরে মামলার বাদী, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী তাঁকে শনাক্ত করে। তা ছাড়া জিজ্ঞাসাবাদে আসামি নিজেও স্বীকার করেন যে, তিনি নাম-ঠিকানা পরিবর্তন করে এনআইডি তৈরি করেছিলেন। তিনি নরসিংদী সদর উপজেলায় বিয়ে করেন। বিয়ের কাগজপত্রে নাম-ঠিকানা নুরুল ইসলামই আছে।

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের ভয়ে নিজের নাম-ঠিকানা বদলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে ১৪ বছর পলাতক ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম (৩৩)। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। অবশেষে কালীগঞ্জ থানা-পুলিশ ময়মনসিংহের গলগন্ডা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে।
গ্রেপ্তার নুরুল ইসলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা। পরিবর্তন করা জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম দেন ফারুক মিয়া। সেখানে বাবার নাম রফিক মিয়া ও মাতার নাম নাছরিন। ঠিকানা হিসেবে শেরপুর সদরের দক্ষিণ নৌহাটা গ্রাম উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ২০০৮ সালে কালীগঞ্জ থানার আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ সদরের গলগন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, নুরুল ইসলাম ২০০৮ সালে উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের ফজলু রহমানের ১৫ বছর বয়সী ছেলে মহিউদ্দিনকে একটি মোবাইল ফোনের জন্য পাঁচজন মিলে হত্যা করে লাশ বিলের ধারে ফেলে দেন। এই ঘটনায় মামলার পর থেকে সব আসামি পলাতক ছিল। বিচারে আসামিদের সবাইকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। কিন্তু আসামি নুরুল ইসলাম বাঁচার জন্য নিজের নাম-ঠিকানা বদলে এনআইডি তৈরি ১৪ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
ওসি ফায়েজুর রহমান বলেন, কালীগঞ্জ থানা-পুলিশ দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান এবং নাম-ঠিকানা নিশ্চিত হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। পরে মামলার বাদী, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী তাঁকে শনাক্ত করে। তা ছাড়া জিজ্ঞাসাবাদে আসামি নিজেও স্বীকার করেন যে, তিনি নাম-ঠিকানা পরিবর্তন করে এনআইডি তৈরি করেছিলেন। তিনি নরসিংদী সদর উপজেলায় বিয়ে করেন। বিয়ের কাগজপত্রে নাম-ঠিকানা নুরুল ইসলামই আছে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২২ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩১ মিনিট আগে