গাজীপুর প্রতিনিধি

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে আঁকা ছবি দিয়ে নুহাশ পল্লীতে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। আজ মঙ্গলবার সকালে হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট দুই ছেলে ও ভক্তরা।
শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদের হাতে আঁকা ছবিগুলো অনেক দিন আটকে ছিল নিউইয়র্কের একজন ব্যক্তির কাছে। আমরা সবগুলো ছবি হাতে পেয়েছি। এ ছাড়া হুমায়ূন আহমেদের সন্তানদের কাছে, আমার কাছে কিছু ছবি আছে। এগুলোসহ হুমায়ূন আহমেদের হাতে লেখা স্ক্রিপ্টগুলো তাঁর স্মৃতি জাদুঘরে রাখা হবে।’
হুমায়ূন আহমেদের স্বপ্ন ক্যানসার হাসপাতাল বিষয়ে শাওন বলেন, ‘আমি খুব ক্লান্ত হয়ে যাই এই প্রশ্নের উত্তর দিতে। আমার একার পক্ষে এটা করা সম্ভব না। তাঁর স্বপ্ন অনুযায়ী ক্যানসার হাসপাতাল করার শক্তি অর্জন করতে পারিনি। সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে হুমায়ূন আহমেদের সম্পদ দিতে তাঁর পরিবার পিছপা হবে না। তবে সুসংবাদ হচ্ছে হুমায়ূন আহমেদের আরেকটি স্বপ্ন ছিল তাঁর গ্রামের স্কুল নিয়ে। সেটি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। এ মাসেই সেটা এমপিওভুক্ত হয়েছে।’
এদিকে সকাল থেকেই হিমু, মিসির আলী, রূপা কিংবা বাকের ভাইয়ের নন্দিত রূপকারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর পরিবার, বিভিন্ন সংগঠন ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা।
এ ছাড়া লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে কোরআন খতমের আয়োজন করা হয়। দুপুরে সেই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুপুরে এতিমদের খাওয়ার ব্যবস্থা করা হয়।
হুমায়ূন আহমেদ সম্পর্কিত আরও পড়ুন:

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে আঁকা ছবি দিয়ে নুহাশ পল্লীতে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। আজ মঙ্গলবার সকালে হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট দুই ছেলে ও ভক্তরা।
শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদের হাতে আঁকা ছবিগুলো অনেক দিন আটকে ছিল নিউইয়র্কের একজন ব্যক্তির কাছে। আমরা সবগুলো ছবি হাতে পেয়েছি। এ ছাড়া হুমায়ূন আহমেদের সন্তানদের কাছে, আমার কাছে কিছু ছবি আছে। এগুলোসহ হুমায়ূন আহমেদের হাতে লেখা স্ক্রিপ্টগুলো তাঁর স্মৃতি জাদুঘরে রাখা হবে।’
হুমায়ূন আহমেদের স্বপ্ন ক্যানসার হাসপাতাল বিষয়ে শাওন বলেন, ‘আমি খুব ক্লান্ত হয়ে যাই এই প্রশ্নের উত্তর দিতে। আমার একার পক্ষে এটা করা সম্ভব না। তাঁর স্বপ্ন অনুযায়ী ক্যানসার হাসপাতাল করার শক্তি অর্জন করতে পারিনি। সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে হুমায়ূন আহমেদের সম্পদ দিতে তাঁর পরিবার পিছপা হবে না। তবে সুসংবাদ হচ্ছে হুমায়ূন আহমেদের আরেকটি স্বপ্ন ছিল তাঁর গ্রামের স্কুল নিয়ে। সেটি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। এ মাসেই সেটা এমপিওভুক্ত হয়েছে।’
এদিকে সকাল থেকেই হিমু, মিসির আলী, রূপা কিংবা বাকের ভাইয়ের নন্দিত রূপকারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর পরিবার, বিভিন্ন সংগঠন ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা।
এ ছাড়া লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে কোরআন খতমের আয়োজন করা হয়। দুপুরে সেই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুপুরে এতিমদের খাওয়ার ব্যবস্থা করা হয়।
হুমায়ূন আহমেদ সম্পর্কিত আরও পড়ুন:

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
১৪ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে