টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বকেয়া টাকার দাবিতে প্রতিষ্ঠানের মালিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন টঙ্গীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা কারখানার মালিকের বাড়ির সামনে অবস্থান করেছে বিকেল পর্যন্ত। পরে সন্ধ্যার দিকে কিছু শ্রমিক চলে যায়।’
কারখানা সূত্রে জানা যায়, আন্দোলনকারী প্রায় আড়াই হাজার শ্রমিক টঙ্গীর ‘সিজন ড্রেসেস লিমিটেড’ নামক কারখানার। বকেয়া বেতনের টাকার দাবিতে সকাল থেকে কারখানার মালিকের বাড়ি ঘেরাও করেন শ্রমিকেরা। মালিক মো. বাকের চৌধুরী উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসায় থাকেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন।
আরও জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটির আগে মে মাসের বেতন–ভাতা নিয়ে গড়িমসি করে কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়, শ্রমিকেরা আন্দোলনে নামেন। একপর্যায়ে বাধ্য হয়ে মে মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
ঈদের ছুটি শেষে গত ২৬ জুন কারখানা খোলা হয়। কিন্তু কারখানায় আসছেন না মালিক বা কর্তৃপক্ষের কেউ। শ্রমিকদেরও কোনো কাজ দেওয়া হচ্ছে না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা। কিন্তু তারপরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী কয়েকজন বলেন, ‘কারখানাটিতে আমরা প্রায় ২০০ জন স্টাফ (কর্মকর্তা) রয়েছি। সাধারণ শ্রমিকদের সঙ্গে আমাদেরও মে ও জুনের পূর্ণ বেতন ও ঈদ বোনাস বাকি। তাই আজ আন্দোলন করছি।’
এ বিষয়ে কারখানার মালিক মো. বাকের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা মে মাসের ১৫ দিনের বেতন পাবে। আমি অর্থনৈতিক সংকটে পড়েছি। ব্যাংক থেকে লোন (ঋণ) নিয়ে এ মাসেই শ্রমিকদের বেতন পরিশোধ করব। আর জুনের বেতন দেব জুলাইয়ের শেষের দিকে।’

বকেয়া টাকার দাবিতে প্রতিষ্ঠানের মালিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন টঙ্গীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা কারখানার মালিকের বাড়ির সামনে অবস্থান করেছে বিকেল পর্যন্ত। পরে সন্ধ্যার দিকে কিছু শ্রমিক চলে যায়।’
কারখানা সূত্রে জানা যায়, আন্দোলনকারী প্রায় আড়াই হাজার শ্রমিক টঙ্গীর ‘সিজন ড্রেসেস লিমিটেড’ নামক কারখানার। বকেয়া বেতনের টাকার দাবিতে সকাল থেকে কারখানার মালিকের বাড়ি ঘেরাও করেন শ্রমিকেরা। মালিক মো. বাকের চৌধুরী উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসায় থাকেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন।
আরও জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটির আগে মে মাসের বেতন–ভাতা নিয়ে গড়িমসি করে কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়, শ্রমিকেরা আন্দোলনে নামেন। একপর্যায়ে বাধ্য হয়ে মে মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
ঈদের ছুটি শেষে গত ২৬ জুন কারখানা খোলা হয়। কিন্তু কারখানায় আসছেন না মালিক বা কর্তৃপক্ষের কেউ। শ্রমিকদেরও কোনো কাজ দেওয়া হচ্ছে না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা। কিন্তু তারপরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী কয়েকজন বলেন, ‘কারখানাটিতে আমরা প্রায় ২০০ জন স্টাফ (কর্মকর্তা) রয়েছি। সাধারণ শ্রমিকদের সঙ্গে আমাদেরও মে ও জুনের পূর্ণ বেতন ও ঈদ বোনাস বাকি। তাই আজ আন্দোলন করছি।’
এ বিষয়ে কারখানার মালিক মো. বাকের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা মে মাসের ১৫ দিনের বেতন পাবে। আমি অর্থনৈতিক সংকটে পড়েছি। ব্যাংক থেকে লোন (ঋণ) নিয়ে এ মাসেই শ্রমিকদের বেতন পরিশোধ করব। আর জুনের বেতন দেব জুলাইয়ের শেষের দিকে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৩ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৭ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৯ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২২ মিনিট আগে