গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কারখানার সামনে ধাওয়ার সময় ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আশপাশের দোকান ও বাড়িতে হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডে ম্যানাল ফ্যাশন লিমিটেড নামক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ছোট ভাই (সাবেক আওয়ামী নেতা) তছলিম সিরাজ ও তাঁর অনুগত ওয়ার্ড বিএনপির অর্ধশত নেতা-কর্মী গতকাল ওই কারখানার ঝুট আনতে যান। এ সময় মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল হকের নেতৃত্বে ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ারসহ অন্যরা তাঁদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কারখানার সামনের সিসি ক্যামেরা ভাঙচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ কর হয়, কয়েকটি দোকান ও বাড়িতেও হামলা করা হয়।
ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল জানান, কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীকে ঝুট দিতে চেয়েছে। এদিকে বাসন থানার সভাপতি তানভীর সিরাজ জোরপূর্বক ঝুট নেওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে তাঁরা হামলা চালান। বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেন তাঁরা।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সিরাজুল হক বলেন, ‘আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। আমি ঘটনায় জড়িত নই।’ এদিকে, থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের মোবাইলে কয়েকবার ফোন দিয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক হামিদুল হক মোস্তফা বলেন, ‘কারখানার ঝুট বিক্রির জন্য কারও সঙ্গে চুক্তি হয়নি। আজকে (গতকাল) কারখানার বাইরে একটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেন, ‘ঘটনাটি শুনেছি। প্রমাণ পেলে অবশ্যই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কারখানার সামনে ধাওয়ার সময় ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আশপাশের দোকান ও বাড়িতে হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডে ম্যানাল ফ্যাশন লিমিটেড নামক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ছোট ভাই (সাবেক আওয়ামী নেতা) তছলিম সিরাজ ও তাঁর অনুগত ওয়ার্ড বিএনপির অর্ধশত নেতা-কর্মী গতকাল ওই কারখানার ঝুট আনতে যান। এ সময় মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল হকের নেতৃত্বে ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ারসহ অন্যরা তাঁদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কারখানার সামনের সিসি ক্যামেরা ভাঙচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ কর হয়, কয়েকটি দোকান ও বাড়িতেও হামলা করা হয়।
ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল জানান, কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীকে ঝুট দিতে চেয়েছে। এদিকে বাসন থানার সভাপতি তানভীর সিরাজ জোরপূর্বক ঝুট নেওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে তাঁরা হামলা চালান। বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেন তাঁরা।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সিরাজুল হক বলেন, ‘আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। আমি ঘটনায় জড়িত নই।’ এদিকে, থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের মোবাইলে কয়েকবার ফোন দিয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক হামিদুল হক মোস্তফা বলেন, ‘কারখানার ঝুট বিক্রির জন্য কারও সঙ্গে চুক্তি হয়নি। আজকে (গতকাল) কারখানার বাইরে একটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেন, ‘ঘটনাটি শুনেছি। প্রমাণ পেলে অবশ্যই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আরিফ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ফতেয়াবাদ সিটি করপোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগে
ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
১৪ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৪৪ মিনিট আগে