
তাজউদ্দীন আহমদ স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে আন্দোলনের, লড়াই-সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ এই নেতা গাজীপুরের শ্রীপুরে উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দায়িত্ব পালনের কারণে বিদ্যালয়টি এখনো গৌরব ধরে রেখেছে। বিদ্যালয়ের পরিচয়ের জায়গা আরও বেশি প্রসারিত হয়েছে বলে মনে করেন বর্তমান প্রধান শিক্ষকেরা।
জানা যায়, ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয় শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত বাবু শচীন্দ্র মহন বণিক, এরপর মোকসেদ উদ্দিন বিশ্বাস, এরপর ফজলুল করিম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। পরে চার নম্বরে তাজউদ্দীন আহমদ ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ওই বছরের জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করেন।
৩ নভেম্বর তাজউদ্দীন আহমদের মৃত্যুবার্ষিকীতে কথা হয় তাঁর স্মৃতিবিজড়িত শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. মনিরুল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মতো একজন মানুষ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় আজ আমাদের পরিচয়ের জায়গা আরও অনেক বেশি প্রসারিত হয়েছে। আমরা আজ গর্ব করে বলতে পারি, তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধান শিক্ষকের চেয়ারে বসলে ওনার কথা মনে হয়। এই মহান মানুষকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে নির্মম ও নৃশংসভাবে খুন করেছে হায়েনার দল। মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’
বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘তাজউদ্দীন আহমদ দরদরিয়া থেকে নৌকায় শীতলক্ষ্যা নদী পার হয়ে গোসিঙ্গা বাজার থেকে হেঁটে শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়ে এসে পাঠদান করেছেন, যা আজ শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত। তিনি সমাজের সব মানুষের মধ্যে জ্ঞানের আলো পৌঁছে দিতে একজন আলোর সারথি হিসেবে কাজ করেছেন। তিনি প্রচণ্ড রোদ, গরমে ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ে হাজির হয়েছেন।’
তাজউদ্দীন আহমদ ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্ম নেন। তাঁর বাবার নাম মো. ইয়াসিন খান আর মায়ের নাম মেহেরুন নেছা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ২৩ আগস্ট সামরিক আইনের অধীনে তাজউদ্দীন আহমদসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়। ৩ নভেম্বর কারাগারের ভেতরে তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে আজ জেলহত্যা দিবস হিসেবে পরিচিত।

তাজউদ্দীন আহমদ স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে আন্দোলনের, লড়াই-সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ এই নেতা গাজীপুরের শ্রীপুরে উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দায়িত্ব পালনের কারণে বিদ্যালয়টি এখনো গৌরব ধরে রেখেছে। বিদ্যালয়ের পরিচয়ের জায়গা আরও বেশি প্রসারিত হয়েছে বলে মনে করেন বর্তমান প্রধান শিক্ষকেরা।
জানা যায়, ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয় শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত বাবু শচীন্দ্র মহন বণিক, এরপর মোকসেদ উদ্দিন বিশ্বাস, এরপর ফজলুল করিম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। পরে চার নম্বরে তাজউদ্দীন আহমদ ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ওই বছরের জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করেন।
৩ নভেম্বর তাজউদ্দীন আহমদের মৃত্যুবার্ষিকীতে কথা হয় তাঁর স্মৃতিবিজড়িত শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. মনিরুল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মতো একজন মানুষ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় আজ আমাদের পরিচয়ের জায়গা আরও অনেক বেশি প্রসারিত হয়েছে। আমরা আজ গর্ব করে বলতে পারি, তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধান শিক্ষকের চেয়ারে বসলে ওনার কথা মনে হয়। এই মহান মানুষকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে নির্মম ও নৃশংসভাবে খুন করেছে হায়েনার দল। মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’
বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘তাজউদ্দীন আহমদ দরদরিয়া থেকে নৌকায় শীতলক্ষ্যা নদী পার হয়ে গোসিঙ্গা বাজার থেকে হেঁটে শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়ে এসে পাঠদান করেছেন, যা আজ শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত। তিনি সমাজের সব মানুষের মধ্যে জ্ঞানের আলো পৌঁছে দিতে একজন আলোর সারথি হিসেবে কাজ করেছেন। তিনি প্রচণ্ড রোদ, গরমে ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ে হাজির হয়েছেন।’
তাজউদ্দীন আহমদ ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্ম নেন। তাঁর বাবার নাম মো. ইয়াসিন খান আর মায়ের নাম মেহেরুন নেছা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ২৩ আগস্ট সামরিক আইনের অধীনে তাজউদ্দীন আহমদসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়। ৩ নভেম্বর কারাগারের ভেতরে তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে আজ জেলহত্যা দিবস হিসেবে পরিচিত।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
২০ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে