
গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে। গতকাল উপজেলা নির্বাচন অফিসের আয়োজিত প্রার্থী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলবিষয়ক মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ অভিযোগ তোলেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও বাচিক শিল্পী মো. ইকবাল নিশাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। মুক্ত আলোচনায় রাজাবাড়ী ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (চশমা) অভিযোগ করেন, নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁকে প্রচার-প্রচারণা করতে দিচ্ছে না। মাওনা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন শামীম অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীর আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি প্রশাসনের কাছে তাঁর জীবনের নিরাপত্তা চেয়েছেন।
প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ (আনারস) অভিযোগ করে বলেন, আমাকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঘর থেকে বের হতে দিচ্ছে না। ভোটারদের কাছে যেতে পারছি না। গাজীপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল হক মাদবর (ঘোড়া) অভিযোগ করে বলেন, তিনি প্রচার-প্রচারণা করতে পারছেন না। নৌকা প্রতীকের প্রার্থী আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে। তেলিহাটি ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. ফরিদ আহমেদ সরকার (আনারস) বলেন, এ পর্যন্ত আমাকে নির্বাচনে অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে। আমার কর্মীদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেছে নৌকার লোকজন।
প্রার্থীদের অভিযোগের উত্তরে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, লিখিত অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিশেষ ব্যক্তিকে নির্বাচনে সুযোগ দেওয়ার মতো কোনো কারণ নেই।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে গাজীপুরে চারটি ধাপে বিভিন্ন ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ভোটারদের আস্থার প্রতিদান দিতে সক্ষম হয়েছে প্রশাসন। পঞ্চম ধাপে গাজীপুরের আটটি ইউনিয়নের নির্বাচনেও ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হব। যিনি বা যাঁরা মনে করেন বল প্রয়োগ করে জয় ছিনিয়ে নেবেন, তাঁরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারার মতো চিন্তা করছেন। তাই এ ধরনের চিন্তা মাথায় না রেখে জনগণের দ্বারে যান।
বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি কোন দলের লোক সেটা দেখার বিষয় নয়। পার্শ্ববর্তী থানা থেকে লোক ভাড়া করে মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। নির্বাচনী এলাকাকে একটি বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হবে। একটি ভোটও কারচুপির কোনো সুযোগ দেওয়া হবে না।
অনুষ্ঠানে আটটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থী; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে। গতকাল উপজেলা নির্বাচন অফিসের আয়োজিত প্রার্থী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলবিষয়ক মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ অভিযোগ তোলেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও বাচিক শিল্পী মো. ইকবাল নিশাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। মুক্ত আলোচনায় রাজাবাড়ী ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (চশমা) অভিযোগ করেন, নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁকে প্রচার-প্রচারণা করতে দিচ্ছে না। মাওনা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন শামীম অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীর আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি প্রশাসনের কাছে তাঁর জীবনের নিরাপত্তা চেয়েছেন।
প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ (আনারস) অভিযোগ করে বলেন, আমাকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঘর থেকে বের হতে দিচ্ছে না। ভোটারদের কাছে যেতে পারছি না। গাজীপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল হক মাদবর (ঘোড়া) অভিযোগ করে বলেন, তিনি প্রচার-প্রচারণা করতে পারছেন না। নৌকা প্রতীকের প্রার্থী আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে। তেলিহাটি ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. ফরিদ আহমেদ সরকার (আনারস) বলেন, এ পর্যন্ত আমাকে নির্বাচনে অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে। আমার কর্মীদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেছে নৌকার লোকজন।
প্রার্থীদের অভিযোগের উত্তরে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, লিখিত অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিশেষ ব্যক্তিকে নির্বাচনে সুযোগ দেওয়ার মতো কোনো কারণ নেই।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে গাজীপুরে চারটি ধাপে বিভিন্ন ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ভোটারদের আস্থার প্রতিদান দিতে সক্ষম হয়েছে প্রশাসন। পঞ্চম ধাপে গাজীপুরের আটটি ইউনিয়নের নির্বাচনেও ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হব। যিনি বা যাঁরা মনে করেন বল প্রয়োগ করে জয় ছিনিয়ে নেবেন, তাঁরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারার মতো চিন্তা করছেন। তাই এ ধরনের চিন্তা মাথায় না রেখে জনগণের দ্বারে যান।
বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি কোন দলের লোক সেটা দেখার বিষয় নয়। পার্শ্ববর্তী থানা থেকে লোক ভাড়া করে মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। নির্বাচনী এলাকাকে একটি বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হবে। একটি ভোটও কারচুপির কোনো সুযোগ দেওয়া হবে না।
অনুষ্ঠানে আটটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থী; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৪৪ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৯ ঘণ্টা আগে