
গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে এক নারী পোশাক শ্রমিককে ফেলে পিষে হত্যার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত চালকের বিরুদ্ধে।
আজ রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মেঘনা সাইকেল ফ্যাক্টির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী পোশাক শ্রমিকের নাম চম্পা (৩২)। বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামে। তিনি শ্রীপুর পৌর এলাকার স্থানীয় হ্যামস্ নামক একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘জড়িত বাসকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বাসটিকে শনাক্ত করা গেলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। আমরা নারীর মরদেহ এখনো পাইনি। শুনেছি একজন নারীকে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে আর তার স্বজনরা লাশ নিয়ে গেছে।’
নিহতের ভাতিজা মো. সুমন মিয়া বলেন, কাকী নিজের বাসা থেকে নয়নপুরে কাকীর ছোটবোন লাভনীর বাসা নয়নপুর যান দেখা করতে। দেখা করে নয়নপুর থেকে বাসায় ফেরার পথে নয়নপুর বাসস্ট্যান্ড থেকে তাকওয়া পরিবহনের একটি বাসে উঠে। এর কিছুক্ষণ পর কাকীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি চলন্ত বাস থেকে তাকে ফেলে চাপা দিয়ে মেরেছে।
প্রত্যক্ষদর্শী বালুবাহী শ্রমিক জালাল উদ্দিন বলেন, আমরা কয়েকজন শ্রমিক রাস্তার পাশে বসে ছিলাম। হঠাৎ করে একটি বিকট শব্দ শুনে বাসের সামনে দৌড়ে গিয়ে দেখি এক নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এসময় দ্রুত বাসটি চলে যায়। এরপর ওই নারীকে অটোরিকশা যোগে দ্রুত মাওনা চৌরাস্তা এলাকার আলহেরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার কোনো স্বজন না থাকায় হাসপাতালের চিকিৎসক চিকিৎসা করেনি। এর পাঁচ মিনিট পর তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নারীকে বাস থেকে চাপা দেওয়ার বিষয়টি আমিসহ বেশ কয়েকজন দেখেছি। এ সময় বাসের ভেতর চেঁচামেচির আওয়াজ আসছিলো।
শ্রমিক মৃত্যু পরপরই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেশ কয়েকটি তাকওয়া পরিবহনের বাস ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বেশ কয়েকটি তাকওয়া বাস আটক করে স্থানীয়রা। ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায় বাসটি। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে এক নারী পোশাক শ্রমিককে ফেলে পিষে হত্যার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত চালকের বিরুদ্ধে।
আজ রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মেঘনা সাইকেল ফ্যাক্টির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী পোশাক শ্রমিকের নাম চম্পা (৩২)। বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামে। তিনি শ্রীপুর পৌর এলাকার স্থানীয় হ্যামস্ নামক একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘জড়িত বাসকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বাসটিকে শনাক্ত করা গেলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। আমরা নারীর মরদেহ এখনো পাইনি। শুনেছি একজন নারীকে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে আর তার স্বজনরা লাশ নিয়ে গেছে।’
নিহতের ভাতিজা মো. সুমন মিয়া বলেন, কাকী নিজের বাসা থেকে নয়নপুরে কাকীর ছোটবোন লাভনীর বাসা নয়নপুর যান দেখা করতে। দেখা করে নয়নপুর থেকে বাসায় ফেরার পথে নয়নপুর বাসস্ট্যান্ড থেকে তাকওয়া পরিবহনের একটি বাসে উঠে। এর কিছুক্ষণ পর কাকীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি চলন্ত বাস থেকে তাকে ফেলে চাপা দিয়ে মেরেছে।
প্রত্যক্ষদর্শী বালুবাহী শ্রমিক জালাল উদ্দিন বলেন, আমরা কয়েকজন শ্রমিক রাস্তার পাশে বসে ছিলাম। হঠাৎ করে একটি বিকট শব্দ শুনে বাসের সামনে দৌড়ে গিয়ে দেখি এক নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এসময় দ্রুত বাসটি চলে যায়। এরপর ওই নারীকে অটোরিকশা যোগে দ্রুত মাওনা চৌরাস্তা এলাকার আলহেরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার কোনো স্বজন না থাকায় হাসপাতালের চিকিৎসক চিকিৎসা করেনি। এর পাঁচ মিনিট পর তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নারীকে বাস থেকে চাপা দেওয়ার বিষয়টি আমিসহ বেশ কয়েকজন দেখেছি। এ সময় বাসের ভেতর চেঁচামেচির আওয়াজ আসছিলো।
শ্রমিক মৃত্যু পরপরই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেশ কয়েকটি তাকওয়া পরিবহনের বাস ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বেশ কয়েকটি তাকওয়া বাস আটক করে স্থানীয়রা। ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায় বাসটি। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে