গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেলে দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৫৭) এবং লক্ষ্মীপুর সদরের কল্যাণপুর গ্রামের আবদুল হাই পাটোয়ারীর ছেলে মো. ইব্রাহীম (৫২)।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, আবু তাহের, ইব্রাহীমসহ পাঁচজন একটি প্রাইভেট কার নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে তাঁদের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা খায়। তাতে কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে যায়।
এ সময় গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন সামান্য আহত হন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার পুলিশ দুজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আঘাত গুরুতর না হওয়ায় অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার কারণে প্রাইভেট কার মহাসড়কের সড়ক বিভাজকে ধাক্কা খায়। তাতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হন। ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেলে দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৫৭) এবং লক্ষ্মীপুর সদরের কল্যাণপুর গ্রামের আবদুল হাই পাটোয়ারীর ছেলে মো. ইব্রাহীম (৫২)।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, আবু তাহের, ইব্রাহীমসহ পাঁচজন একটি প্রাইভেট কার নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে তাঁদের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা খায়। তাতে কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে যায়।
এ সময় গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন সামান্য আহত হন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার পুলিশ দুজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আঘাত গুরুতর না হওয়ায় অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার কারণে প্রাইভেট কার মহাসড়কের সড়ক বিভাজকে ধাক্কা খায়। তাতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হন। ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
২৯ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
৩৮ মিনিট আগে