কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় সমাবেশ। এর আগে সমাবেশের জন্য তৈরি করা হয় একটি অস্থায়ী মঞ্চ। আর ওই মঞ্চে একের পর এক অতিথি উঠতে থাকেন।
বেলা ১১টার দিকে মঞ্চে ওঠেন সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তাঁর সঙ্গে কিছু নেতা কর্মী ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় নেতা কর্মীরা ছোটাছুটি করে মঞ্চ থেকে নেমে পড়েন।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে ভেঙে পড়ায় মঞ্চের সামনে চেয়ার সাজিয়ে সমাবেশ শুরু হয়।
ঘটনাটি ঘটে আজ সোমবার গাজীপুরের কাপাসিয়া পুরোনো ধান বাজারে। তৃণমূলকে সুসংগঠিত করতে উপজেলায় কৃষক লীগের এ সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন–সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। প্রধান আলোচক ছিলেন–কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ।
বক্তা ছিলেন–কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য রুমানা আলী টুসি, সহসভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মো. মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মো. আহসান হাবিব।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সুলতান উদ্দিন শেখ, সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জি ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বেপারী।
সমাবেশের মঞ্চ ভেঙে পড়ার বিষয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী আজকের পত্রিকাকে বলেন, সমাবেশস্থল ছোট হওয়ায় মঞ্চটিও ছিল ছোট। তাই ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি নেতা কর্মী উঠে পড়ায় মঞ্চটি হালকা ভেঙে পড়ে।’ তাতে কেউ আহত হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন শেখ বলেন, ‘মঞ্চের বাঁশগুলোর টেম্পার না থাকায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়।’
সমাবেশ শেষে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব এলাকায় কুহু নামের পাখির অরণ্যে প্রায় তিন হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
প্রসঙ্গত, এর আগে ছাত্রলীগের এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে।

সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় সমাবেশ। এর আগে সমাবেশের জন্য তৈরি করা হয় একটি অস্থায়ী মঞ্চ। আর ওই মঞ্চে একের পর এক অতিথি উঠতে থাকেন।
বেলা ১১টার দিকে মঞ্চে ওঠেন সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তাঁর সঙ্গে কিছু নেতা কর্মী ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় নেতা কর্মীরা ছোটাছুটি করে মঞ্চ থেকে নেমে পড়েন।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে ভেঙে পড়ায় মঞ্চের সামনে চেয়ার সাজিয়ে সমাবেশ শুরু হয়।
ঘটনাটি ঘটে আজ সোমবার গাজীপুরের কাপাসিয়া পুরোনো ধান বাজারে। তৃণমূলকে সুসংগঠিত করতে উপজেলায় কৃষক লীগের এ সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন–সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। প্রধান আলোচক ছিলেন–কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ।
বক্তা ছিলেন–কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য রুমানা আলী টুসি, সহসভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মো. মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মো. আহসান হাবিব।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সুলতান উদ্দিন শেখ, সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জি ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বেপারী।
সমাবেশের মঞ্চ ভেঙে পড়ার বিষয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী আজকের পত্রিকাকে বলেন, সমাবেশস্থল ছোট হওয়ায় মঞ্চটিও ছিল ছোট। তাই ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি নেতা কর্মী উঠে পড়ায় মঞ্চটি হালকা ভেঙে পড়ে।’ তাতে কেউ আহত হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন শেখ বলেন, ‘মঞ্চের বাঁশগুলোর টেম্পার না থাকায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়।’
সমাবেশ শেষে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব এলাকায় কুহু নামের পাখির অরণ্যে প্রায় তিন হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
প্রসঙ্গত, এর আগে ছাত্রলীগের এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩৪ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে