টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীতে কর্মবিরতি পালন করছেন চারটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার নিজ নিজ কারখানায় এ কর্মবিরতি পালন করেন তারা। বিকেল ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।
কারখানাগুলো হলো–টঙ্গীর মেঘনা সড়ক এলাকার এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড, পশ্চিম থানা এলাকার খাঁ পাড়ায় সিজন ড্রেসেস লিমিটেড ও বিসিকের টসিনিট কারখানা।
জানা গেছে, সিজন ড্রেসেস কারখানার শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। বেতন পরিশোধের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
এর মধ্যে বাকি অর্ধেক বেতনের দাবিতে আজ সকাল থেকে কারখানার ভেতর কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। অপর দিকে আট দফা দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করেন টঙ্গীর বিসিক এলাকার টসিনিট কারখানার শ্রমিকেরা।
এ দিকে ঈদ বোনাসসহ ১৩ দফা দাবিতে গত কয়েক দিন কর্মবিরতি পালন করেন এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। আজ সকাল কারখানায় এসেই কর্মবিরতি শুরু করেন তারা। একপর্যায়ে কারখানার সামনে বিক্ষোভ করেন কিছু শ্রমিক। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশের অনুরোধে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যায়।
এ বিষয়ে শিল্প পুলিশের সহাকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন ধরে এই চারটি কারখানার শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে আসছে। শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি।
কারখানার মালিকেরা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলন থামছে না। তবে এমট্রানেট গ্রুপের দুইটি কারখানার শ্রমিকদের প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীতে কর্মবিরতি পালন করছেন চারটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার নিজ নিজ কারখানায় এ কর্মবিরতি পালন করেন তারা। বিকেল ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।
কারখানাগুলো হলো–টঙ্গীর মেঘনা সড়ক এলাকার এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড, পশ্চিম থানা এলাকার খাঁ পাড়ায় সিজন ড্রেসেস লিমিটেড ও বিসিকের টসিনিট কারখানা।
জানা গেছে, সিজন ড্রেসেস কারখানার শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। বেতন পরিশোধের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
এর মধ্যে বাকি অর্ধেক বেতনের দাবিতে আজ সকাল থেকে কারখানার ভেতর কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। অপর দিকে আট দফা দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করেন টঙ্গীর বিসিক এলাকার টসিনিট কারখানার শ্রমিকেরা।
এ দিকে ঈদ বোনাসসহ ১৩ দফা দাবিতে গত কয়েক দিন কর্মবিরতি পালন করেন এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। আজ সকাল কারখানায় এসেই কর্মবিরতি শুরু করেন তারা। একপর্যায়ে কারখানার সামনে বিক্ষোভ করেন কিছু শ্রমিক। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশের অনুরোধে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যায়।
এ বিষয়ে শিল্প পুলিশের সহাকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন ধরে এই চারটি কারখানার শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে আসছে। শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি।
কারখানার মালিকেরা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলন থামছে না। তবে এমট্রানেট গ্রুপের দুইটি কারখানার শ্রমিকদের প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২৩ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৬ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৯ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪১ মিনিট আগে