গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর থানা চত্বর থেকে মিশুক অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) বরাবর এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন অটোচালক আশিক মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুর সাত্তারের ছেলে আশিক মিয়া। তিনি চলতি মাসের ৪ এপ্রিল তার অটোরিকশাতে কয়েকজন যাত্রী নিয়ে সাদুল্যাপুর উপজেলায় যাচ্ছিলেন। থানা থেকে ৫০ গজ দূরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত মিশুক অটোরিকশার ধাক্কা লাগে। এতে দুজন যাত্রী হালকা আহত হলেও কেউ লিখিত অভিযোগ দেয়নি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মিশুক অটোরিকশা থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে অটোরিকশার ব্যাটারি হারিয়েছে।
আশিক মিয়া আজ মঙ্গলবার দুপুরে বলেন, ‘সড়ক দুর্ঘটনাজনিত কারণে পুলিশ অটোরিকশাটি থানায় নিয়ে যায় ১৭ দিন আগে। থানায় অটোরিকশা পড়ে আছে। আনতে গেলে পুলিশ আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয়। গত ৯ এপ্রিল অটোরিকশাটি আবার আনতে গিয়ে দেখি, অটোরিকশার চারটি ব্যাটারির মধ্যে দুইটি ব্যাটারি নাই। তাৎক্ষণিক বিষয়টি ওসিসহ পুলিশকে জানালে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করে এবং ভয়ভীতি ও হুমকি দেয়। তাদের ভয়ে কাউকে কিছু বলিনি। আমি গরিব মানুষ। কিস্তির টাকা নিয়ে অটোরিকশাটি কিনেছি। গাড়ি চালানো বন্ধ থাকলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমি আমার ব্যাটারিসহ অটোরিকশাটি ফেরত চাই।’
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে। ব্যক্তিগত অর্থায়নে ব্যাটারি ক্রয় করে দেওয়ার কথাও জানান তিনি।
গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। মনে হয় ওনি অফিসে (অভিযোগ) দিয়েছেন। অফিসে গিয়ে বিষয়টি দেখব।’

গাইবান্ধার সাদুল্লাপুর থানা চত্বর থেকে মিশুক অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) বরাবর এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন অটোচালক আশিক মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুর সাত্তারের ছেলে আশিক মিয়া। তিনি চলতি মাসের ৪ এপ্রিল তার অটোরিকশাতে কয়েকজন যাত্রী নিয়ে সাদুল্যাপুর উপজেলায় যাচ্ছিলেন। থানা থেকে ৫০ গজ দূরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত মিশুক অটোরিকশার ধাক্কা লাগে। এতে দুজন যাত্রী হালকা আহত হলেও কেউ লিখিত অভিযোগ দেয়নি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মিশুক অটোরিকশা থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে অটোরিকশার ব্যাটারি হারিয়েছে।
আশিক মিয়া আজ মঙ্গলবার দুপুরে বলেন, ‘সড়ক দুর্ঘটনাজনিত কারণে পুলিশ অটোরিকশাটি থানায় নিয়ে যায় ১৭ দিন আগে। থানায় অটোরিকশা পড়ে আছে। আনতে গেলে পুলিশ আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয়। গত ৯ এপ্রিল অটোরিকশাটি আবার আনতে গিয়ে দেখি, অটোরিকশার চারটি ব্যাটারির মধ্যে দুইটি ব্যাটারি নাই। তাৎক্ষণিক বিষয়টি ওসিসহ পুলিশকে জানালে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করে এবং ভয়ভীতি ও হুমকি দেয়। তাদের ভয়ে কাউকে কিছু বলিনি। আমি গরিব মানুষ। কিস্তির টাকা নিয়ে অটোরিকশাটি কিনেছি। গাড়ি চালানো বন্ধ থাকলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমি আমার ব্যাটারিসহ অটোরিকশাটি ফেরত চাই।’
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে। ব্যক্তিগত অর্থায়নে ব্যাটারি ক্রয় করে দেওয়ার কথাও জানান তিনি।
গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। মনে হয় ওনি অফিসে (অভিযোগ) দিয়েছেন। অফিসে গিয়ে বিষয়টি দেখব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে