সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর গাইবান্ধার সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে মেলার সেই সরঞ্জাম অপসারণ করা হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
গত বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে এই খেলার মাঠে থাকা মেলার সরঞ্জাম অপসারণ শুরু করা হয়েছে।
৯ সেপ্টেম্বর এ নিয়ে দৈনিক আজকের পত্রিকায় ‘মেলার সরঞ্জামে মাঠ বন্ধ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও উপজেলা প্রশাসনের নজরে আসে। ১১ সেপ্টেম্বর উপজেলা মাসিক সমন্বয় সভায় তিনি বিষয়টি উপস্থাপন করেন এবং খেলার মাঠ থেকে মেলার সরঞ্জাম দ্রুত অপসারণ করতে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
স্থানীয় সংসদ সদস্য বলেন, ‘দৈনিক আজকের পত্রিকায় সংবাদ দেখার পর বিষয়টি আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করি। সেই সঙ্গে মেলার সরঞ্জাম দ্রুত অপসারণ করতে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলি।’
মেলার সরঞ্জাম অপসারণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘মেলা স্থগিত হওয়ার পর থেকেই তাদের মালামাল সরাতে বলি। কিন্তু বিষয়টি আমলে নেয়নি মেলা কর্তৃপক্ষ। পরে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে এ নিয়ে কথা বলি ডিসি স্যারের সঙ্গে। পরে তিনি নিজেই ব্যবস্থা নিতে বলেন। এর পরদিনই আবার আইনশৃঙ্খলার মিটিং হয়। সেখানেও বিষয়টি উপস্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য। পরে মেলা কর্তৃপক্ষকে সময় বেঁধে দিই। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা সরঞ্জাম অপসারণের কাজ শুরু করছেন।’
এদিকে খেলার মাঠ আবার ফিরে পাবে দেখে আনন্দ আর উচ্ছ্বাস দেখা দিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মুছা মিয়া বলে, বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠটি বন্ধ ছিল কয়েক মাস ধরে। স্কুলে গিয়ে খেলাধুলা করতে পারিনি। ভীষণ খারাপ লাগত। আবারও নিজের মাঠে বন্ধুরা মিলে একত্রে খেলতে পারব। খুব ভালো লাগছে।’
এ ঘটনায় মোজাম্মেল হক নামে এক অভিভাবক বলেন, ‘এই এলাকার শিক্ষার্থীরা এ মাঠে খেলাধুলা করত। অবসর পেলে আমরাও মাঠে এসে আড্ডা দিতাম, সময় কাটাতাম। দীর্ঘ চার মাস ধরে মাঠটি বন্ধ থাকায় আমাদের সবারই খারাপ লেগেছে। এখন এটি আবারও এলাকাবাসীর কাছে ফিরিয়ে দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ জন্য তাঁকে ধন্যবাদ।’
এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব রায় চৌধুরী বলেন, ‘পুনরায় আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছি। এ কারণে আমাদের শিক্ষকদের খুব ভালো লাগছে। বিশেষ করে বেশি খুশি হয়েছে আমাদের শিক্ষার্থীরা। আর দুই-চার দিন পরেই তারা খেলতে পারবে নিজ মাঠে।’
খেলার মাঠ থেকে মেলার সরঞ্জাম অপসারণের দায়িত্বে নিয়োজিত খোকন মিয়া বলেন, গত তিন দিন অপসারণের কাজ চলছে। প্রায় ৩০ জন শ্রমিক এখানে কাজ করছেন। আশা করছি আগামী চার-পাঁচ দিনের মধ্যে মাঠ পরিষ্কার হয়ে যাবে।’
উল্লেখ্য, সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠ এ বছরের ২৩ মে জেবিন ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে হস্ত ও কুটিরশিল্প মেলার আয়োজন করা হয়। মেলাটি মাসব্যাপী হওয়ার কথা থাকলেও সে সময় ঘোষিত সময়সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষায় যেন ব্যাঘাত না ঘটে, সে জন্য ১৭ জুন মেলাটি স্থগিত করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা উপস্থিত হয়ে মেলা স্থগিতের ঘোষণা দেন। এরপর মেলা বন্ধ হলেও স্কুল মাঠ থেকে সরানো হয়নি মেলার সরঞ্জাম। চার মাস ধরে এ অবস্থায় পড়ে থাকে স্কুল মাঠটি। যেখানে স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় তরুণ ও কিশোরেরা খেলাধুলা করত। সেই সঙ্গে নির্মল বাতাসে দৌড়াতেন স্বাস্থ্যসচেতন ব্যক্তিরাও। মেলার সরঞ্জামের দখলে মাঠটি থাকায় এসব বন্ধ হয়ে ছিল।

সংবাদ প্রকাশের পর গাইবান্ধার সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে মেলার সেই সরঞ্জাম অপসারণ করা হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
গত বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে এই খেলার মাঠে থাকা মেলার সরঞ্জাম অপসারণ শুরু করা হয়েছে।
৯ সেপ্টেম্বর এ নিয়ে দৈনিক আজকের পত্রিকায় ‘মেলার সরঞ্জামে মাঠ বন্ধ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও উপজেলা প্রশাসনের নজরে আসে। ১১ সেপ্টেম্বর উপজেলা মাসিক সমন্বয় সভায় তিনি বিষয়টি উপস্থাপন করেন এবং খেলার মাঠ থেকে মেলার সরঞ্জাম দ্রুত অপসারণ করতে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
স্থানীয় সংসদ সদস্য বলেন, ‘দৈনিক আজকের পত্রিকায় সংবাদ দেখার পর বিষয়টি আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করি। সেই সঙ্গে মেলার সরঞ্জাম দ্রুত অপসারণ করতে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলি।’
মেলার সরঞ্জাম অপসারণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘মেলা স্থগিত হওয়ার পর থেকেই তাদের মালামাল সরাতে বলি। কিন্তু বিষয়টি আমলে নেয়নি মেলা কর্তৃপক্ষ। পরে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে এ নিয়ে কথা বলি ডিসি স্যারের সঙ্গে। পরে তিনি নিজেই ব্যবস্থা নিতে বলেন। এর পরদিনই আবার আইনশৃঙ্খলার মিটিং হয়। সেখানেও বিষয়টি উপস্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য। পরে মেলা কর্তৃপক্ষকে সময় বেঁধে দিই। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা সরঞ্জাম অপসারণের কাজ শুরু করছেন।’
এদিকে খেলার মাঠ আবার ফিরে পাবে দেখে আনন্দ আর উচ্ছ্বাস দেখা দিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মুছা মিয়া বলে, বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠটি বন্ধ ছিল কয়েক মাস ধরে। স্কুলে গিয়ে খেলাধুলা করতে পারিনি। ভীষণ খারাপ লাগত। আবারও নিজের মাঠে বন্ধুরা মিলে একত্রে খেলতে পারব। খুব ভালো লাগছে।’
এ ঘটনায় মোজাম্মেল হক নামে এক অভিভাবক বলেন, ‘এই এলাকার শিক্ষার্থীরা এ মাঠে খেলাধুলা করত। অবসর পেলে আমরাও মাঠে এসে আড্ডা দিতাম, সময় কাটাতাম। দীর্ঘ চার মাস ধরে মাঠটি বন্ধ থাকায় আমাদের সবারই খারাপ লেগেছে। এখন এটি আবারও এলাকাবাসীর কাছে ফিরিয়ে দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ জন্য তাঁকে ধন্যবাদ।’
এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব রায় চৌধুরী বলেন, ‘পুনরায় আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছি। এ কারণে আমাদের শিক্ষকদের খুব ভালো লাগছে। বিশেষ করে বেশি খুশি হয়েছে আমাদের শিক্ষার্থীরা। আর দুই-চার দিন পরেই তারা খেলতে পারবে নিজ মাঠে।’
খেলার মাঠ থেকে মেলার সরঞ্জাম অপসারণের দায়িত্বে নিয়োজিত খোকন মিয়া বলেন, গত তিন দিন অপসারণের কাজ চলছে। প্রায় ৩০ জন শ্রমিক এখানে কাজ করছেন। আশা করছি আগামী চার-পাঁচ দিনের মধ্যে মাঠ পরিষ্কার হয়ে যাবে।’
উল্লেখ্য, সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠ এ বছরের ২৩ মে জেবিন ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে হস্ত ও কুটিরশিল্প মেলার আয়োজন করা হয়। মেলাটি মাসব্যাপী হওয়ার কথা থাকলেও সে সময় ঘোষিত সময়সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষায় যেন ব্যাঘাত না ঘটে, সে জন্য ১৭ জুন মেলাটি স্থগিত করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা উপস্থিত হয়ে মেলা স্থগিতের ঘোষণা দেন। এরপর মেলা বন্ধ হলেও স্কুল মাঠ থেকে সরানো হয়নি মেলার সরঞ্জাম। চার মাস ধরে এ অবস্থায় পড়ে থাকে স্কুল মাঠটি। যেখানে স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় তরুণ ও কিশোরেরা খেলাধুলা করত। সেই সঙ্গে নির্মল বাতাসে দৌড়াতেন স্বাস্থ্যসচেতন ব্যক্তিরাও। মেলার সরঞ্জামের দখলে মাঠটি থাকায় এসব বন্ধ হয়ে ছিল।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে