গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বড় ভাইকে হত্যার ঘটনায় মো. আরিফ বিল্লাহ (৩৬) নামের এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আরিফ বিল্লাহ জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের আবদুস ছাত্তার মণ্ডলের ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিরঞ্জন কুমার ঘোষ এই তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ার আরিফ বিল্লাহ সঙ্গে তাঁর মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়া নিয়ে ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে আরিফের সঙ্গে তাঁর বড় ভাই শহিদুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। তাতে গুরুতর অবস্থায় শহিদুলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর সকালে তিনি মারা যান।
পরদিন ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় আরিফ বিল্লাহকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।
এ মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ এবং আসামিপক্ষে ছিলেন আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু।
বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন, সেই রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, ‘এ রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি, সেখানে আমরা ন্যায়বিচার পাব।’

গাইবান্ধায় বড় ভাইকে হত্যার ঘটনায় মো. আরিফ বিল্লাহ (৩৬) নামের এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আরিফ বিল্লাহ জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের আবদুস ছাত্তার মণ্ডলের ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিরঞ্জন কুমার ঘোষ এই তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ার আরিফ বিল্লাহ সঙ্গে তাঁর মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়া নিয়ে ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে আরিফের সঙ্গে তাঁর বড় ভাই শহিদুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। তাতে গুরুতর অবস্থায় শহিদুলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর সকালে তিনি মারা যান।
পরদিন ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় আরিফ বিল্লাহকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।
এ মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ এবং আসামিপক্ষে ছিলেন আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু।
বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন, সেই রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, ‘এ রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি, সেখানে আমরা ন্যায়বিচার পাব।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১১ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে