সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা তাদের ওপর অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১০ জন সদস্য। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল ও সচিব মো. মিজানুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
তবে অভিযোগের বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে ইউপি চেয়ারম্যান ও সচিব বলেন, ‘তাঁরা (ইউপি সদস্যরা) আমাদের কাছ থেকে কিছু অনৈতিক সুবিধা চেয়েছিলেন। এতে আমরা রাজি হয়নি। সে কারণেই তাঁরা আমাদের জড়িয়ে এ ধরনের অপবাদ রটাচ্ছেন।’
অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন, পরস্পর যোগসাজশে ইউপি চেয়ারম্যান ও পরিষদ সচিব দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। ২০২১ সালের ২৮ নভেম্বর ওই ইউনিয়নে ভোট হয়। কিন্তু ২০২৩ সালের ২০ মার্চ পর্যন্ত এনজিও থেকে মাত্র ৪টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। বাকি কমিটি না করে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ করেছেন।
সেই সঙ্গে ২০২২-২৩ অর্থ বছরের মাতৃকালীন ভাতার তালিকা মনগড়া জমা দিয়েছেন চেয়ারম্যান ও সচিব। এ বিষয়ে ইউপি সদস্যদের কিছু জানানো হয়নি। একই অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল ওয়ার্ড সভা এবং সদস্যদের রেজুলেশন ছাড়া প্রকল্প জমা দিয়েছেন।
এ ছাড়াও বিগত দিনের উদ্যোক্তাকে বাদ দিয়ে নতুন অযোগ্য অদক্ষ উদ্যোক্তা নিয়োগ দেন এবং চেয়ারম্যান নিজস্ব লোক মো. আতিকুর রহমানকে উদ্যোক্তার অফিসে বসান। তিনি হরহামেশায় বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর জাল করে থাকেন। এ ছাড়াও সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত হাট-বাজারের ১ থেকে ১০ শতাংশ বরাদ্দ ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা না করেই চেয়ারম্যান নিজে ইচ্ছেমতো বণ্টন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সভা না করেই সভার ভুয়া রেজুলেশন প্রদর্শন এবং ইউনিয়ন পরিষদ সদস্যদের স্বাক্ষর জাল করাসহ, কাজ না করেই কাগজে-কলমে উন্নয়নকাজ দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগও করেছেন ইউপি সদস্যরা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা তাদের ওপর অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১০ জন সদস্য। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল ও সচিব মো. মিজানুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
তবে অভিযোগের বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে ইউপি চেয়ারম্যান ও সচিব বলেন, ‘তাঁরা (ইউপি সদস্যরা) আমাদের কাছ থেকে কিছু অনৈতিক সুবিধা চেয়েছিলেন। এতে আমরা রাজি হয়নি। সে কারণেই তাঁরা আমাদের জড়িয়ে এ ধরনের অপবাদ রটাচ্ছেন।’
অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন, পরস্পর যোগসাজশে ইউপি চেয়ারম্যান ও পরিষদ সচিব দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। ২০২১ সালের ২৮ নভেম্বর ওই ইউনিয়নে ভোট হয়। কিন্তু ২০২৩ সালের ২০ মার্চ পর্যন্ত এনজিও থেকে মাত্র ৪টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। বাকি কমিটি না করে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ করেছেন।
সেই সঙ্গে ২০২২-২৩ অর্থ বছরের মাতৃকালীন ভাতার তালিকা মনগড়া জমা দিয়েছেন চেয়ারম্যান ও সচিব। এ বিষয়ে ইউপি সদস্যদের কিছু জানানো হয়নি। একই অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল ওয়ার্ড সভা এবং সদস্যদের রেজুলেশন ছাড়া প্রকল্প জমা দিয়েছেন।
এ ছাড়াও বিগত দিনের উদ্যোক্তাকে বাদ দিয়ে নতুন অযোগ্য অদক্ষ উদ্যোক্তা নিয়োগ দেন এবং চেয়ারম্যান নিজস্ব লোক মো. আতিকুর রহমানকে উদ্যোক্তার অফিসে বসান। তিনি হরহামেশায় বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর জাল করে থাকেন। এ ছাড়াও সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত হাট-বাজারের ১ থেকে ১০ শতাংশ বরাদ্দ ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা না করেই চেয়ারম্যান নিজে ইচ্ছেমতো বণ্টন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সভা না করেই সভার ভুয়া রেজুলেশন প্রদর্শন এবং ইউনিয়ন পরিষদ সদস্যদের স্বাক্ষর জাল করাসহ, কাজ না করেই কাগজে-কলমে উন্নয়নকাজ দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগও করেছেন ইউপি সদস্যরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে