গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ করেছে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন। আজ বুধবার বিকেলে জেলা শহরের রেল কলোনিতে জুম বাংলাদেশ স্কুল মাঠে শিশুদের মধ্যে শীতের কাপড় ও অভিভাবকেদের কম্বল বিতরণ করে সংগঠনটি।
প্রথম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর জানায়, সে রেল কলোনির বস্তিতে থাকে। আগে স্কুলে পড়ত না। পৌর পার্কে বেলুন, পপকর্ন বিক্রয় করত। জুম বাংলাদেশ স্কুলে ভর্তি হওয়ার পর থেকে নিয়মিত স্কুলে যায়। স্কুলে আসার ফলে তার অনেক কিছুর পরিবর্তন হয়েছে। স্কুল থেকে শিখেছি অনেক কিছু। জুম বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে শীতের পোশাক, স্কুলের নতুন পোশাক, ঈদে রঙিন জামা, খাবার সামগ্রী, প্রতিদিন স্কুলে টিফিনসহ অনেক কিছু দিয়ে থাকে বলে জানায় সে।
আয়শা বেগম নামে এক অভিভাবক বলেন, ‘আমাদের দিনে এনে দিনে খাই। আমরা সন্তানদের প্রতি যত্ন নিতে পারি না। অনেক কষ্টে করে চলতে হয়। তারপরও যতটুকু পারি আমরা চেষ্টা করি। কিন্তু জুম বাংলাদেশ স্কুলে আমার ছেলেকে ভর্তি করার পর থেকে চিন্তা করতে হয় না।’
জুম বাংলাদেশ এর সমন্বয়ক মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা প্রতি বছর শিশুদের শীতের সোয়েটার ও অভিভাবকেদের কম্বল দিয়ে থাকি। এই শিশুরা শীতে অনেক কষ্ট করে থাকে। আমরা শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই আয়োজন করে থাকি। আমাদের এসব উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহ্, সাংস্কৃতিক কর্মী আফরোজা লুপু, জুম বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীসহ জুম বাংলাদেশ স্কুলের শিক্ষক ও সেবচ্ছাসেবকেরা।
উল্লেখ্য, জুম বাংলাদেশ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও বস্ত্র নিয়ে কাজ করে যাচ্ছে।

গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ করেছে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন। আজ বুধবার বিকেলে জেলা শহরের রেল কলোনিতে জুম বাংলাদেশ স্কুল মাঠে শিশুদের মধ্যে শীতের কাপড় ও অভিভাবকেদের কম্বল বিতরণ করে সংগঠনটি।
প্রথম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর জানায়, সে রেল কলোনির বস্তিতে থাকে। আগে স্কুলে পড়ত না। পৌর পার্কে বেলুন, পপকর্ন বিক্রয় করত। জুম বাংলাদেশ স্কুলে ভর্তি হওয়ার পর থেকে নিয়মিত স্কুলে যায়। স্কুলে আসার ফলে তার অনেক কিছুর পরিবর্তন হয়েছে। স্কুল থেকে শিখেছি অনেক কিছু। জুম বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে শীতের পোশাক, স্কুলের নতুন পোশাক, ঈদে রঙিন জামা, খাবার সামগ্রী, প্রতিদিন স্কুলে টিফিনসহ অনেক কিছু দিয়ে থাকে বলে জানায় সে।
আয়শা বেগম নামে এক অভিভাবক বলেন, ‘আমাদের দিনে এনে দিনে খাই। আমরা সন্তানদের প্রতি যত্ন নিতে পারি না। অনেক কষ্টে করে চলতে হয়। তারপরও যতটুকু পারি আমরা চেষ্টা করি। কিন্তু জুম বাংলাদেশ স্কুলে আমার ছেলেকে ভর্তি করার পর থেকে চিন্তা করতে হয় না।’
জুম বাংলাদেশ এর সমন্বয়ক মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা প্রতি বছর শিশুদের শীতের সোয়েটার ও অভিভাবকেদের কম্বল দিয়ে থাকি। এই শিশুরা শীতে অনেক কষ্ট করে থাকে। আমরা শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই আয়োজন করে থাকি। আমাদের এসব উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহ্, সাংস্কৃতিক কর্মী আফরোজা লুপু, জুম বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীসহ জুম বাংলাদেশ স্কুলের শিক্ষক ও সেবচ্ছাসেবকেরা।
উল্লেখ্য, জুম বাংলাদেশ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও বস্ত্র নিয়ে কাজ করে যাচ্ছে।

আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১৫ মিনিট আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
২৭ মিনিট আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
৩০ মিনিট আগে
খুলনার শিরোমনির সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
৩৩ মিনিট আগে