গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক শিক্ষককে লাঞ্ছিত ও হত্যার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন যুবক।
আজ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদর উপজেলার ত্রিমোহিনী বাজার এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ ঘটনা ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ে। লাঞ্ছিত হয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সুলতান। বর্তমানে শিক্ষক রাজিব সুলতান গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান নামের স্থানীয় এক যুবক ও তাঁর সহযোগীরা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কারণে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ২৪ ঘণ্টার মধ্যে বখাটে মেহেদী হাসানসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আ. বারী, সহকারী শিক্ষক রাসেদুল ইসলাম, আবু রায়হান রিপন, পিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে হাবিবা, পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বাপ্পী মিয়া, আঁখি আখতার প্রমুখ।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসানসহ তাঁর সহযোগীরা প্রায়ই বিদ্যালয়ের গেটের সামনে ও রাস্তা–ঘাটে ছাত্রীদের উত্ত্যক্ত করেন। বিষয়টি ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। পরে অভিযুক্ত মেহেদী হাসানকে মৌখিকভাবে শাসন করেন বিদ্যালয়ের শিক্ষকেরা। এরই জেরে ধরে গতকাল দুপুরে শিক্ষক রাজিব সুলতানকে ত্রিমোহিনী বাজারে একটি চায়ের দোকানের সামনে মেহেদী হাসানসহ তাঁর সহযোগীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যান।

গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক শিক্ষককে লাঞ্ছিত ও হত্যার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন যুবক।
আজ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদর উপজেলার ত্রিমোহিনী বাজার এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ ঘটনা ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ে। লাঞ্ছিত হয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সুলতান। বর্তমানে শিক্ষক রাজিব সুলতান গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান নামের স্থানীয় এক যুবক ও তাঁর সহযোগীরা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কারণে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ২৪ ঘণ্টার মধ্যে বখাটে মেহেদী হাসানসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আ. বারী, সহকারী শিক্ষক রাসেদুল ইসলাম, আবু রায়হান রিপন, পিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে হাবিবা, পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বাপ্পী মিয়া, আঁখি আখতার প্রমুখ।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসানসহ তাঁর সহযোগীরা প্রায়ই বিদ্যালয়ের গেটের সামনে ও রাস্তা–ঘাটে ছাত্রীদের উত্ত্যক্ত করেন। বিষয়টি ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। পরে অভিযুক্ত মেহেদী হাসানকে মৌখিকভাবে শাসন করেন বিদ্যালয়ের শিক্ষকেরা। এরই জেরে ধরে গতকাল দুপুরে শিক্ষক রাজিব সুলতানকে ত্রিমোহিনী বাজারে একটি চায়ের দোকানের সামনে মেহেদী হাসানসহ তাঁর সহযোগীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যান।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে