গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণার্থী শিক্ষকদের জন্য বরাদ্দ খাবার ও জিনিসপত্র ক্রয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। খাবারের জন্য সরকারিভাবে নির্ধারিত টাকা বরাদ্দ দেওয়া হলেও সেই মানের খাবার দেওয়া হচ্ছে না। তবে প্রতিষ্ঠানটির সুপার এই অভিযোগ নাকচ করেছেন।
পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ৯০ জন শিক্ষকের মৌলিক শিক্ষার জন্য পিটিআইয়ের আবাসিকে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। এ জন্য সরকারিভাবে বিশেষ বরাদ্দ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রশিক্ষণার্থী শিক্ষক অভিযোগ করে বলেন, প্রতিদিন একজনের খাবার ও নাশতার জন্য ৪৫০ টাকা বরাদ্দ থাকলেও মাথাপিছু ২০০ টাকার খাবার ও নাশতা দেওয়া হয় না। সুপার নিজ ক্ষমতাবলে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মো. আব্দুর রউফ মিয়ার মাধ্যমে সস্তা ও মানহীন খাবার সরবরাহ করে আসছেন। এ নিয়ে সুপারের কাছে আপত্তি জানালেও তিনি আমলে নেননি।
কয়েকজন শিক্ষক বলেন, নতুন বেডিং (সিঙ্গেল তোশক, মশারি, বালিশ ও কভার) ক্রয় বাবদ ২ লাখ ২৫ হাজার টাকা খরচ দেখানো হলেও মাত্র কয়েক সেট কিনে তাঁদের পুরোনো বেডিং দেওয়া হয়েছে। সুপারের জন্য বরাদ্দ সরকারি গাড়ি ও ইন্সট্রাক্টরদের মোটরসাইকেলের পেট্রোল, লুব্রিকেন্ট ও মেরামত বাবদ ২ লাখ ৬৫ হাজার ৭৭০ টাকা খরচ দেখানো হয়েছে। তবে খরচের রসিদ তৈরি করা হয় সুপারিনটেনডেন্টের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মো. আব্দুর রউফ মিয়াকে দিয়ে। এসব রসিদে হিসাবরক্ষক আব্দুর রউফ নিজেই স্বাক্ষর করেন।
প্রশিক্ষণার্থী শিক্ষকেরা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন প্রকল্প বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ খরচ বাবদ ৩৯ লাখ ৬৫ হাজার ৭৪০ টাকা ব্যয় দেখানো হয়েছে। প্রশিক্ষণার্থী এসব শিক্ষকের জন্য প্রতিদিন দুই দফা নাশতা ও দুপুরের খাবার বাবদ সরকারিভাবে ৪৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। বিধি মোতাবেক বরাদ্দ এসব টাকা শিক্ষকদের মধ্যে সমভাবে বণ্টন অথবা তাঁদের সম্মতিক্রমে খাবার ও নাশতা বিতরণ করার নিয়ম রয়েছে। অথচ সরকারি এসব বিধি না মেনে পিটিআই সুপারিনটেনডেন্ট সাদিয়া আফ্রিন বিজলী উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের মাধ্যমে নিম্নমানের খাবার সরবরাহ করছেন।
ওই শিক্ষকেরা বলেন, খাবারের তালিকায় মাছ-মাংস দেওয়া হলেও পরিমাণ ও আকারে তা খুবই সামান্য। রান্নার মানও খুবই খারাপ। সাধারণত হাসপাতাল বা কারাগারে যে মানের খাবার দেওয়া হয় তার চেয়েও খারাপ। এ ছাড়া অন্যান্য খরচের রসিদও সুপারিনটেনডেন্ট হিসাবরক্ষক আব্দুর রউফ মিয়ার মাধ্যমে তৈরি করেন। দুজন মিলে এভাবে বছরের পর বছর সরকারি টাকা আত্মসাৎ করছেন।
গাইবান্ধা পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট নাছিমা পারভিন বলেন, ‘এসব বিষয়ে আমি কিছু জানি না। অফিসের বড় বাবু আর সুপার ম্যাডাম মিলে জিনিসপত্র কেনেন। তাঁরা দুজন এসব বিষয়ে ভালো বলতে পারবেন।’
তবে এ বিষয়ে জানতে চাইলে পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোছা. সাদিয়া আফ্রিন বিজলী আজকের পত্রিকাকে বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।

গাইবান্ধা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণার্থী শিক্ষকদের জন্য বরাদ্দ খাবার ও জিনিসপত্র ক্রয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। খাবারের জন্য সরকারিভাবে নির্ধারিত টাকা বরাদ্দ দেওয়া হলেও সেই মানের খাবার দেওয়া হচ্ছে না। তবে প্রতিষ্ঠানটির সুপার এই অভিযোগ নাকচ করেছেন।
পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ৯০ জন শিক্ষকের মৌলিক শিক্ষার জন্য পিটিআইয়ের আবাসিকে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। এ জন্য সরকারিভাবে বিশেষ বরাদ্দ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রশিক্ষণার্থী শিক্ষক অভিযোগ করে বলেন, প্রতিদিন একজনের খাবার ও নাশতার জন্য ৪৫০ টাকা বরাদ্দ থাকলেও মাথাপিছু ২০০ টাকার খাবার ও নাশতা দেওয়া হয় না। সুপার নিজ ক্ষমতাবলে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মো. আব্দুর রউফ মিয়ার মাধ্যমে সস্তা ও মানহীন খাবার সরবরাহ করে আসছেন। এ নিয়ে সুপারের কাছে আপত্তি জানালেও তিনি আমলে নেননি।
কয়েকজন শিক্ষক বলেন, নতুন বেডিং (সিঙ্গেল তোশক, মশারি, বালিশ ও কভার) ক্রয় বাবদ ২ লাখ ২৫ হাজার টাকা খরচ দেখানো হলেও মাত্র কয়েক সেট কিনে তাঁদের পুরোনো বেডিং দেওয়া হয়েছে। সুপারের জন্য বরাদ্দ সরকারি গাড়ি ও ইন্সট্রাক্টরদের মোটরসাইকেলের পেট্রোল, লুব্রিকেন্ট ও মেরামত বাবদ ২ লাখ ৬৫ হাজার ৭৭০ টাকা খরচ দেখানো হয়েছে। তবে খরচের রসিদ তৈরি করা হয় সুপারিনটেনডেন্টের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মো. আব্দুর রউফ মিয়াকে দিয়ে। এসব রসিদে হিসাবরক্ষক আব্দুর রউফ নিজেই স্বাক্ষর করেন।
প্রশিক্ষণার্থী শিক্ষকেরা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন প্রকল্প বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ খরচ বাবদ ৩৯ লাখ ৬৫ হাজার ৭৪০ টাকা ব্যয় দেখানো হয়েছে। প্রশিক্ষণার্থী এসব শিক্ষকের জন্য প্রতিদিন দুই দফা নাশতা ও দুপুরের খাবার বাবদ সরকারিভাবে ৪৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। বিধি মোতাবেক বরাদ্দ এসব টাকা শিক্ষকদের মধ্যে সমভাবে বণ্টন অথবা তাঁদের সম্মতিক্রমে খাবার ও নাশতা বিতরণ করার নিয়ম রয়েছে। অথচ সরকারি এসব বিধি না মেনে পিটিআই সুপারিনটেনডেন্ট সাদিয়া আফ্রিন বিজলী উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের মাধ্যমে নিম্নমানের খাবার সরবরাহ করছেন।
ওই শিক্ষকেরা বলেন, খাবারের তালিকায় মাছ-মাংস দেওয়া হলেও পরিমাণ ও আকারে তা খুবই সামান্য। রান্নার মানও খুবই খারাপ। সাধারণত হাসপাতাল বা কারাগারে যে মানের খাবার দেওয়া হয় তার চেয়েও খারাপ। এ ছাড়া অন্যান্য খরচের রসিদও সুপারিনটেনডেন্ট হিসাবরক্ষক আব্দুর রউফ মিয়ার মাধ্যমে তৈরি করেন। দুজন মিলে এভাবে বছরের পর বছর সরকারি টাকা আত্মসাৎ করছেন।
গাইবান্ধা পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট নাছিমা পারভিন বলেন, ‘এসব বিষয়ে আমি কিছু জানি না। অফিসের বড় বাবু আর সুপার ম্যাডাম মিলে জিনিসপত্র কেনেন। তাঁরা দুজন এসব বিষয়ে ভালো বলতে পারবেন।’
তবে এ বিষয়ে জানতে চাইলে পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোছা. সাদিয়া আফ্রিন বিজলী আজকের পত্রিকাকে বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে