গাইবান্ধা প্রতিনিধি

যাচাই-বাছাইয়ের দিন গাইবান্ধা-৪ আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেছেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে সাঁওতাল হত্যাসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন বলে জানা গেছে।
জানা যায়, ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় তথ্য ও কাগজপত্রে গরমিল থাকায় আবুল কালাম আজাদের প্রার্থিতা স্থগিতের ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রাসুল। পরে ওই দিনই সংশোধনের আবেদন করে সঠিকভাবে কাগজপত্র দাখিল করেন আবুল কালাম আজাদ। এরপর বৈধ প্রার্থীর নাম ঘোষণার শুরুতেই ‘গাইবান্ধা-৪ আসনে আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেন রিটার্নিং কর্মকর্তা।
বৈধ ঘোষণার পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ওই বক্তব্যের ভিডিও ফুটেজ নিজের ফেসবুক পেজে আপলোড করেন। ১৪ সেকেন্ডের ভিডিওটিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলে বৈধ প্রার্থী হিসেবে ওই নাম ঘোষণা করতে দেখা যায়।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

যাচাই-বাছাইয়ের দিন গাইবান্ধা-৪ আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেছেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে সাঁওতাল হত্যাসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন বলে জানা গেছে।
জানা যায়, ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় তথ্য ও কাগজপত্রে গরমিল থাকায় আবুল কালাম আজাদের প্রার্থিতা স্থগিতের ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রাসুল। পরে ওই দিনই সংশোধনের আবেদন করে সঠিকভাবে কাগজপত্র দাখিল করেন আবুল কালাম আজাদ। এরপর বৈধ প্রার্থীর নাম ঘোষণার শুরুতেই ‘গাইবান্ধা-৪ আসনে আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেন রিটার্নিং কর্মকর্তা।
বৈধ ঘোষণার পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ওই বক্তব্যের ভিডিও ফুটেজ নিজের ফেসবুক পেজে আপলোড করেন। ১৪ সেকেন্ডের ভিডিওটিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলে বৈধ প্রার্থী হিসেবে ওই নাম ঘোষণা করতে দেখা যায়।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৩১ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১ ঘণ্টা আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে