সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরে জোয়ারের পানিতে ডুবে ও কুকুরের আক্রমণে তিন শতাধিক ভেড়া মারা গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন খামারি কামাল হোসেন।
গত মঙ্গলবার গভীর রাতে নদীতে হঠাৎ প্রবল জোয়ারের তীব্রতায় বাঁশ ও টিনের তৈরি ভেড়ার টংঘর ভেঙে পড়ে। এতে পানিতে ডুবে মারা যায় বেশির ভাগ ভেড়া। যারা কোনোভাবে তীরে উঠে আসে, তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে স্থানীয় কিছু বেওয়ারিশ কুকুর। কুকুরের কামড়ে মৃত্যু হয় আরও অনেক ভেড়ার। এতগুলো ভেড়ার প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি কামালের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
স্থানীয়ভাবে পরিচিত পরিশ্রমী ও সফল খামারি কামাল হোসেন কয়েক বছর ধরে ভেড়া পালন করে সংসার চালাতেন। এই ক্ষতি তাঁর জীবন ও জীবিকাকে চরম সংকটে ফেলেছে। এলাকাবাসীও এ ঘটনায় শোকাহত। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে অবিলম্বে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কাছে।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে বাদামতলী দাসপাড়ার অধিবাসী ক্ষতিগ্রস্ত খামারি কামাল হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় আমার স্বপ্ন রেখে গেলাম, সকালে সেটি দুঃস্বপ্নে পরিণত হলো। ভেড়াগুলোকে নিরাপদে বাঁশের টংয়ে ওঠানো হয়েছিল। কিন্তু রাতের জোয়ারে হঠাৎ টংঘরের এক পাশ ভেঙে গেলে বেশির ভাগ ভেড়া পানিতে ডুবে যায়। কিছু ভেড়া তীরে উঠলেও আশপাশের কুকুর তাদের কামড়ে মেরে ফেলে।’
কামাল আরও বলেন, ‘আমার সাড়ে তিন শ ভেড়া ছিল। সব পানিতে ডুবে আর কুকুরে কামড়ে মারা গেছে। এতে প্রায় সাড়ে উনিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। বিভিন্নজন থেকে টাকা নিয়ে এগুলো পালন করছি। তাদের টাকাগুলো কীভাবে দেব, সেটাও বুঝতে পারছি না। সরকারি বা বেসরকারি সাহায্য না পেলে আর উঠে দাঁড়াতে পারব না।’
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেভু লাল দত্ত বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি এবং খামার পরিদর্শন করার প্রস্তুতি চলছে। ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। খামারিকে সহায়তার বিষয়ে আমরা চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, প্রাথমিকভাবে খামারিকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরে আরও সহায়তা দেওয়া হবে।

ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরে জোয়ারের পানিতে ডুবে ও কুকুরের আক্রমণে তিন শতাধিক ভেড়া মারা গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন খামারি কামাল হোসেন।
গত মঙ্গলবার গভীর রাতে নদীতে হঠাৎ প্রবল জোয়ারের তীব্রতায় বাঁশ ও টিনের তৈরি ভেড়ার টংঘর ভেঙে পড়ে। এতে পানিতে ডুবে মারা যায় বেশির ভাগ ভেড়া। যারা কোনোভাবে তীরে উঠে আসে, তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে স্থানীয় কিছু বেওয়ারিশ কুকুর। কুকুরের কামড়ে মৃত্যু হয় আরও অনেক ভেড়ার। এতগুলো ভেড়ার প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি কামালের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
স্থানীয়ভাবে পরিচিত পরিশ্রমী ও সফল খামারি কামাল হোসেন কয়েক বছর ধরে ভেড়া পালন করে সংসার চালাতেন। এই ক্ষতি তাঁর জীবন ও জীবিকাকে চরম সংকটে ফেলেছে। এলাকাবাসীও এ ঘটনায় শোকাহত। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে অবিলম্বে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কাছে।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে বাদামতলী দাসপাড়ার অধিবাসী ক্ষতিগ্রস্ত খামারি কামাল হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় আমার স্বপ্ন রেখে গেলাম, সকালে সেটি দুঃস্বপ্নে পরিণত হলো। ভেড়াগুলোকে নিরাপদে বাঁশের টংয়ে ওঠানো হয়েছিল। কিন্তু রাতের জোয়ারে হঠাৎ টংঘরের এক পাশ ভেঙে গেলে বেশির ভাগ ভেড়া পানিতে ডুবে যায়। কিছু ভেড়া তীরে উঠলেও আশপাশের কুকুর তাদের কামড়ে মেরে ফেলে।’
কামাল আরও বলেন, ‘আমার সাড়ে তিন শ ভেড়া ছিল। সব পানিতে ডুবে আর কুকুরে কামড়ে মারা গেছে। এতে প্রায় সাড়ে উনিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। বিভিন্নজন থেকে টাকা নিয়ে এগুলো পালন করছি। তাদের টাকাগুলো কীভাবে দেব, সেটাও বুঝতে পারছি না। সরকারি বা বেসরকারি সাহায্য না পেলে আর উঠে দাঁড়াতে পারব না।’
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেভু লাল দত্ত বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি এবং খামার পরিদর্শন করার প্রস্তুতি চলছে। ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। খামারিকে সহায়তার বিষয়ে আমরা চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, প্রাথমিকভাবে খামারিকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরে আরও সহায়তা দেওয়া হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে