ফেনী প্রতিনিধি

ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে আশ্বাস না মিললে মহিপাল পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ঘুরে মহিপাল পাউবো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজকদের পক্ষে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই পানিবন্দী হয়ে পড়ে এই অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয় হাজার কোটি টাকার ফসল ও সম্পদ। দীর্ঘদিনেও টেকসই কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাঁরা বলেন, এবার প্রবাসী, ছাত্র ও সাধারণ মানুষের সমন্বয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে রয়েছে—
১. প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণ
২. সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব প্রদান
৩. মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর শাসন
৪. অবৈধ বালু উত্তোলন বন্ধ
৫. মুছাপুর ক্লোজার ও আশপাশের বাঁধের রক্ষণাবেক্ষণ
৬. দখলমুক্ত খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
৭. জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ
৮.২০২৪ সালের বন্যায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ ও ক্ষতিপূরণ নিশ্চিত
এ সময় আন্দোলনকারীরা ‘টেকসই বাঁধ চাই’, ‘পাউবোর দুর্নীতির বিচার চাই’, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’সহ নানা স্লোগান দেন।
স্বেচ্ছাসেবী সংগঠক নুর নবী হাসান বলেন, ‘প্রজন্মভিত্তিক টেকসই বাঁধের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো আশ্বাস না পাই, আমরা মহাসড়ক অবরোধে যাব।’
আরেক সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘আমাদের খালগুলো দখল হয়ে গেছে। প্রতিবছর বর্ষায় নদীর বাঁধগুলো বারবার ভেঙে পড়ে। অবিলম্বে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করতে হবে। এবং বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানাচ্ছি।’
পদযাত্রায় একাত্মতা প্রকাশ করে ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘এসব দাবি বাস্তবসম্মত। সরকারের উচিত অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।’
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পদযাত্রায় ফেনীর ছয় উপজেলার ভুক্তভোগী বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।

ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে আশ্বাস না মিললে মহিপাল পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ঘুরে মহিপাল পাউবো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজকদের পক্ষে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই পানিবন্দী হয়ে পড়ে এই অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয় হাজার কোটি টাকার ফসল ও সম্পদ। দীর্ঘদিনেও টেকসই কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাঁরা বলেন, এবার প্রবাসী, ছাত্র ও সাধারণ মানুষের সমন্বয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে রয়েছে—
১. প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণ
২. সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব প্রদান
৩. মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর শাসন
৪. অবৈধ বালু উত্তোলন বন্ধ
৫. মুছাপুর ক্লোজার ও আশপাশের বাঁধের রক্ষণাবেক্ষণ
৬. দখলমুক্ত খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
৭. জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ
৮.২০২৪ সালের বন্যায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ ও ক্ষতিপূরণ নিশ্চিত
এ সময় আন্দোলনকারীরা ‘টেকসই বাঁধ চাই’, ‘পাউবোর দুর্নীতির বিচার চাই’, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’সহ নানা স্লোগান দেন।
স্বেচ্ছাসেবী সংগঠক নুর নবী হাসান বলেন, ‘প্রজন্মভিত্তিক টেকসই বাঁধের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো আশ্বাস না পাই, আমরা মহাসড়ক অবরোধে যাব।’
আরেক সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘আমাদের খালগুলো দখল হয়ে গেছে। প্রতিবছর বর্ষায় নদীর বাঁধগুলো বারবার ভেঙে পড়ে। অবিলম্বে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করতে হবে। এবং বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানাচ্ছি।’
পদযাত্রায় একাত্মতা প্রকাশ করে ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘এসব দাবি বাস্তবসম্মত। সরকারের উচিত অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।’
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পদযাত্রায় ফেনীর ছয় উপজেলার ভুক্তভোগী বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে