Ajker Patrika

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মিলল কোটি টাকার ভারতীয় ডিসপ্লে ও গরু

ফেনী প্রতিনিধি
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মিলল কোটি টাকার ভারতীয় ডিসপ্লে ও গরু
জব্দ করা মালামাল নিয়ে বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া কয়েকটি গরুও পাওয়া গেছে। আজ বুধবার (২ জুলাই) ভোরে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি টহল দল এসব অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও কয়েকটি গরু পাওয়া যায়। এসব পণ্য ও গরুর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’ তিনি আরও বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়নের অভিযান চলমান থাকবে এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত