ফেনী প্রতিনিধি

বাড়ির উঠানে প্রবাসী স্বামীর লাশ দেখে পাঁচ মিনিটের মধ্যে স্ত্রী স্ট্রোক করে মারা যান। মায়ের মৃত্যু দেখে বড় ছেলেও স্ট্রোক করেন। বড় ছেলেকে হাসপাতালে রেখেই স্বজনেরা বাবার লাশের দাফন সম্পন্ন করেন। ছেলে একটু সুস্থ হলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসে সম্পন্ন করা হয় মায়ের দাফন।
গতকাল মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ জুন প্রবাসী জামাল উদ্দিন মালদ্বীপে স্ট্রোক করে মারা যান। এরপর গতকাল মঙ্গলবার রাত ৯টায় লাশ চর কালীদাস গ্রামের বাড়িতে আনা হয়। স্বামীর লাশ বাড়িতে পৌঁছার পর তা দেখে নির্বাক হয়ে যান স্ত্রী খোদেজা বেগম। পাঁচ মিনিট পরই স্ট্রোক করে মারা যান স্ত্রী। মায়ের মৃত্যুর পর স্ট্রোক করেন তাঁদের বড় ছেলে আজাহার (১৮)।
স্থানীয় ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চেয়ারম্যান জানান, প্রবাস থেকে জামাল উদ্দিনের লাশ বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনের জন্য কবর খোঁড়া হয়। স্ত্রীর লাশ ঘরে রেখে ও বড় ছেলে আজাহারকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাত ১১টার দিকে জামালের লাশ দাফন করা হয়।
স্থানীয় লোকজন জানান, ১৪ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান জামাল উদ্দিন। এরই মধ্যে তিন-চারবার ছুটিতে বাড়িতে এসে ঘুরে যান। তাঁর স্ত্রী খোদেজা বেগম বড় ছেলে আজাহার ও ছোট ছেলে হৃদয়কে (১৪) নিয়ে গ্রামের বাড়িতেই থাকতেন। আজহার এবার ফেনী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ও পাশাপাশি ফেনী ক্রিকেট একাডেমির ছাত্র। ছোট ছেলে হৃদয় স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করে।
এদিকে আজ বুধবার বেলা ১১টায় একই কবরস্থানে স্বামীর কবরের পাশে স্ত্রী খোদেজা বেগমকেও কবর দেওয়া হয়। এ সময় স্বজনদের সঙ্গে দুই ছেলেও মায়ের জানাজায় অংশ নেন।

বাড়ির উঠানে প্রবাসী স্বামীর লাশ দেখে পাঁচ মিনিটের মধ্যে স্ত্রী স্ট্রোক করে মারা যান। মায়ের মৃত্যু দেখে বড় ছেলেও স্ট্রোক করেন। বড় ছেলেকে হাসপাতালে রেখেই স্বজনেরা বাবার লাশের দাফন সম্পন্ন করেন। ছেলে একটু সুস্থ হলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসে সম্পন্ন করা হয় মায়ের দাফন।
গতকাল মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ জুন প্রবাসী জামাল উদ্দিন মালদ্বীপে স্ট্রোক করে মারা যান। এরপর গতকাল মঙ্গলবার রাত ৯টায় লাশ চর কালীদাস গ্রামের বাড়িতে আনা হয়। স্বামীর লাশ বাড়িতে পৌঁছার পর তা দেখে নির্বাক হয়ে যান স্ত্রী খোদেজা বেগম। পাঁচ মিনিট পরই স্ট্রোক করে মারা যান স্ত্রী। মায়ের মৃত্যুর পর স্ট্রোক করেন তাঁদের বড় ছেলে আজাহার (১৮)।
স্থানীয় ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চেয়ারম্যান জানান, প্রবাস থেকে জামাল উদ্দিনের লাশ বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনের জন্য কবর খোঁড়া হয়। স্ত্রীর লাশ ঘরে রেখে ও বড় ছেলে আজাহারকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাত ১১টার দিকে জামালের লাশ দাফন করা হয়।
স্থানীয় লোকজন জানান, ১৪ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান জামাল উদ্দিন। এরই মধ্যে তিন-চারবার ছুটিতে বাড়িতে এসে ঘুরে যান। তাঁর স্ত্রী খোদেজা বেগম বড় ছেলে আজাহার ও ছোট ছেলে হৃদয়কে (১৪) নিয়ে গ্রামের বাড়িতেই থাকতেন। আজহার এবার ফেনী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ও পাশাপাশি ফেনী ক্রিকেট একাডেমির ছাত্র। ছোট ছেলে হৃদয় স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করে।
এদিকে আজ বুধবার বেলা ১১টায় একই কবরস্থানে স্বামীর কবরের পাশে স্ত্রী খোদেজা বেগমকেও কবর দেওয়া হয়। এ সময় স্বজনদের সঙ্গে দুই ছেলেও মায়ের জানাজায় অংশ নেন।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৫ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে