ফেনী প্রতিনিধি

ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রোগীরা আসছেন। কিন্তু হাসপাতালে করোনা শনাক্তে পরীক্ষার কিটের তীব্র সংকট রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই পরীক্ষা ছাড়া কেবল রোগীকে দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফেনী হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে দেড় শ জনের বেশি রোগী করোনার উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য আসছেন। হাসপাতালে ফ্লু কর্নার চালু থাকলেও নমুনা পরীক্ষার জন্য নেই পর্যাপ্ত কিট। চাহিদা ছিল ২ হাজার কিটের, সরবরাহ হয়েছে মাত্র ২০০টি। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক কামরুজ্জামান বলেন, ‘আমরা বারবার কিট চেয়ে আবেদন করেছি। এখন যেটুকু কিট আছে, তা দিয়ে শুধু গুরুতর উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষা করার সীমিত সুযোগ আছে।’ করোনা চিকিৎসায় নিয়োজিত জাবের আবেদীন বলেন, ‘ক্লিনিক্যাল উপসর্গ বিবেচনায় আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। তবে পরীক্ষার সুযোগ সীমিত হওয়ায় রোগ নির্ধারণে নিশ্চয়তা নেই।’
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী মো. মোস্তফা বলেন, ‘আমার শরীরে তিন দিন ধরে জ্বর, কাশি। ডাক্তার দেখালাম, বলল পরীক্ষা করতে পারবে না, ওষুধ দিল। এখন বুঝতে পারছি না এটা সাধারণ জ্বর, না করোনা।’ আরেক রোগী মামুনুর রশীদ বলেন, ‘আমি দাগনভূঞা থেকে এসেছি। ওখানে নাকি করোনা পরীক্ষা হয় না, তাই এখানেই আসতে হলো। রিকশা-বাসে আসতে আসতেই আরও অসুস্থ হয়ে পড়েছি।’ একই কথা বললেন রোগী জাবের হোসেন। তিনি বলেন, ‘উপসর্গ তো করোনা টাইপের। কিন্তু পরীক্ষার কোনো সুযোগ নাই। ডাক্তার শুধু বলল, পর্যবেক্ষণে থাকেন। ভয় হচ্ছে, বাসায় গিয়ে পরিবারে ছড়িয়ে যাবে না তো!’
করোনা পরীক্ষায় সংকট থাকলেও হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কার্যক্রম নিয়মিত চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি জুন মাসে ডেঙ্গু শনাক্তে ৩২৮টি পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে মাত্র একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৯৯৬টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ১২ জনের। গত ছয় মাসে হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন। চিকিৎসকেরা বলছেন, বর্তমানে ডেঙ্গু রোগীদের বিষয়ে তাঁরা নজর রাখছেন। তবে করোনার উপসর্গে রোগীর চাপের তুলনায় কিট কম থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রোগীরা আসছেন। কিন্তু হাসপাতালে করোনা শনাক্তে পরীক্ষার কিটের তীব্র সংকট রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই পরীক্ষা ছাড়া কেবল রোগীকে দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফেনী হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে দেড় শ জনের বেশি রোগী করোনার উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য আসছেন। হাসপাতালে ফ্লু কর্নার চালু থাকলেও নমুনা পরীক্ষার জন্য নেই পর্যাপ্ত কিট। চাহিদা ছিল ২ হাজার কিটের, সরবরাহ হয়েছে মাত্র ২০০টি। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক কামরুজ্জামান বলেন, ‘আমরা বারবার কিট চেয়ে আবেদন করেছি। এখন যেটুকু কিট আছে, তা দিয়ে শুধু গুরুতর উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষা করার সীমিত সুযোগ আছে।’ করোনা চিকিৎসায় নিয়োজিত জাবের আবেদীন বলেন, ‘ক্লিনিক্যাল উপসর্গ বিবেচনায় আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। তবে পরীক্ষার সুযোগ সীমিত হওয়ায় রোগ নির্ধারণে নিশ্চয়তা নেই।’
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী মো. মোস্তফা বলেন, ‘আমার শরীরে তিন দিন ধরে জ্বর, কাশি। ডাক্তার দেখালাম, বলল পরীক্ষা করতে পারবে না, ওষুধ দিল। এখন বুঝতে পারছি না এটা সাধারণ জ্বর, না করোনা।’ আরেক রোগী মামুনুর রশীদ বলেন, ‘আমি দাগনভূঞা থেকে এসেছি। ওখানে নাকি করোনা পরীক্ষা হয় না, তাই এখানেই আসতে হলো। রিকশা-বাসে আসতে আসতেই আরও অসুস্থ হয়ে পড়েছি।’ একই কথা বললেন রোগী জাবের হোসেন। তিনি বলেন, ‘উপসর্গ তো করোনা টাইপের। কিন্তু পরীক্ষার কোনো সুযোগ নাই। ডাক্তার শুধু বলল, পর্যবেক্ষণে থাকেন। ভয় হচ্ছে, বাসায় গিয়ে পরিবারে ছড়িয়ে যাবে না তো!’
করোনা পরীক্ষায় সংকট থাকলেও হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কার্যক্রম নিয়মিত চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি জুন মাসে ডেঙ্গু শনাক্তে ৩২৮টি পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে মাত্র একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৯৯৬টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ১২ জনের। গত ছয় মাসে হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন। চিকিৎসকেরা বলছেন, বর্তমানে ডেঙ্গু রোগীদের বিষয়ে তাঁরা নজর রাখছেন। তবে করোনার উপসর্গে রোগীর চাপের তুলনায় কিট কম থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
৩৬ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
৩৭ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে