Ajker Patrika

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৫, ২৩: ৩২
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত
ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার বণিকপাড়া ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।

আজ শুক্রবার সকাল পর্যন্ত উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বসন্তপুর, জগৎপুর, বাসুড়া, বিজয়পুরসহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার তথ্য জানা গেছে। বাঁধ ভাঙার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তারা বলছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বছরের পর বছর ধরে দায়সারা কাজ করে যাচ্ছে। এ কারণে বাঁধ ভেঙে গেছে।

উত্তর বরইয়ার বাসিন্দা নিশাদ বলেন, ‘আরেকটু পানি বাড়লে আমাদের ঘরবাড়ি পুরোপুরি ডুবে যাবে। আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। কোথায় যাব, কীভাবে রক্ষা পাব, বুঝতে পারছি না।’

বরইয়া এলাকার বাসিন্দা রাকিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। স্থানীয়রা মিলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও কাজ হয়নি। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবার সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে।’

বসন্তপুর বাজারের ব্যবসায়ী রাশেদ বলেন, ‘প্রতিবছরের জুন-জুলাইয়ে এমন হয়। একটু বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে যায়। দোকানের পণ্য ভিজে যায়। বড় আর্থিক ক্ষতির মুখে পড়ি। অভিযোগ করে লাভ নেই। এখন এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।’

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বৃষ্টিপাত কম থাকায় বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। পাউবো ও প্রশাসনের কর্মকর্তারা ভাঙন এলাকায় অবস্থান করছেন। পানি নেমে গেলে সংস্কারকাজ শুরু হবে।

পাউবোর ফেনী উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ‘উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে কাজ চলছে।’

ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। ছবি: আজকের পত্রিকা
ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। ছবি: আজকের পত্রিকা

পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের পানির চাপে বাঁধ দুটি ভেঙে গেছে। সংস্কারকাজ চলছে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

ফেনী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ফেনীতে ২৪ ঘণ্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

২০২৪ সালের আগস্টে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ২৯ জন প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামোসহ প্রায় সব খাত। পানিবন্দী হয় ১০ লাখের বেশি মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত