দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে ফেনীতে। আজ রোববার সকালে ফেনী-২ আসনের সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
ফেনী সদর হাসপাতাল থেকে মহিপাল, সালাহউদ্দিন মোড় থেকে লালপোল ও ট্রাংক রোড থেকে ফেনী সদর হাসপাতাল রুটে চলবে পৌর মহিলা বাস সার্ভিস।
উদ্বোধনের সময় সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এ উদ্যোগের ফলে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছে, নারী ক্ষমতায়নে কাজ করছে সেটি মাথায় রেখেই এ উদ্যোগ।
ফেনী পৌর মেয়র নজরুল স্বপন মিয়াজী বলেন, ‘শহরে চলাচলে নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রীন টাউন বাস সার্ভিস থাকলেও নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা আমাদের শহরের নেই। ফলে শহরে নারী-পুরুষ এক সঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। এতে অনেক সময় আমাদের মা-বোন ও মেয়েরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন।’
‘এ শহরে প্রতিদিন জেলার-উপজেলাসহ আশপাশের জেলা থেকেও অনেক নারী আসেন। এদের মধ্যে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রী, শিক্ষিকা, অফিসগামী নারী, চিকিৎসা নিতে আসা নারী রোগীও থাকেন। তাদের অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে বাধ্য হয়েই অনেক সময় এসব পরিবহন দিয়েই চলাচল করতে হয়। বিষয়টি আমার নজরে এলে সংসদ সদস্যকে পৌর মহিলা বাসি সার্ভিসের কথা বলি। তার উৎসাহে এটি সার্ভিস চালু হচ্ছে।’ যুক্ত করেন মেয়র নজরুল স্বপন মিয়াজী।
মেয়র আরও বলেন, ‘চেষ্টা ছিল বাসচালক ও সহকারী নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার। কিন্তু কোনো নারী চালক খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে পুরুষ চালক ও নারী সহকারী নিয়োগ দিয়েছি। পৌর এলাকার তিনটি রুটে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মহিলা বাস সার্ভিসের তিনটি পরিবহন চলাচল করবে। বাসগুলোতে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। কোনো পুরুষ এ সেবা নিতে পারবে না।’
বিশেষ অতিথি বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীতে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সব সময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি বলেন, ‘পৌর মেয়রের এ উদ্যোগকে আমরা নারীরা সাধুবাদ জানাচ্ছি। পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে ফেনী পৌরসভা উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। এ সেবার মাধ্যমে আমরা নারীরা বিভিন্ন ধরনের হয়রানির থেকে অবসান পাব।’

দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে ফেনীতে। আজ রোববার সকালে ফেনী-২ আসনের সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
ফেনী সদর হাসপাতাল থেকে মহিপাল, সালাহউদ্দিন মোড় থেকে লালপোল ও ট্রাংক রোড থেকে ফেনী সদর হাসপাতাল রুটে চলবে পৌর মহিলা বাস সার্ভিস।
উদ্বোধনের সময় সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এ উদ্যোগের ফলে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছে, নারী ক্ষমতায়নে কাজ করছে সেটি মাথায় রেখেই এ উদ্যোগ।
ফেনী পৌর মেয়র নজরুল স্বপন মিয়াজী বলেন, ‘শহরে চলাচলে নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রীন টাউন বাস সার্ভিস থাকলেও নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা আমাদের শহরের নেই। ফলে শহরে নারী-পুরুষ এক সঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। এতে অনেক সময় আমাদের মা-বোন ও মেয়েরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন।’
‘এ শহরে প্রতিদিন জেলার-উপজেলাসহ আশপাশের জেলা থেকেও অনেক নারী আসেন। এদের মধ্যে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রী, শিক্ষিকা, অফিসগামী নারী, চিকিৎসা নিতে আসা নারী রোগীও থাকেন। তাদের অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে বাধ্য হয়েই অনেক সময় এসব পরিবহন দিয়েই চলাচল করতে হয়। বিষয়টি আমার নজরে এলে সংসদ সদস্যকে পৌর মহিলা বাসি সার্ভিসের কথা বলি। তার উৎসাহে এটি সার্ভিস চালু হচ্ছে।’ যুক্ত করেন মেয়র নজরুল স্বপন মিয়াজী।
মেয়র আরও বলেন, ‘চেষ্টা ছিল বাসচালক ও সহকারী নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার। কিন্তু কোনো নারী চালক খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে পুরুষ চালক ও নারী সহকারী নিয়োগ দিয়েছি। পৌর এলাকার তিনটি রুটে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মহিলা বাস সার্ভিসের তিনটি পরিবহন চলাচল করবে। বাসগুলোতে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। কোনো পুরুষ এ সেবা নিতে পারবে না।’
বিশেষ অতিথি বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীতে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সব সময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি বলেন, ‘পৌর মেয়রের এ উদ্যোগকে আমরা নারীরা সাধুবাদ জানাচ্ছি। পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে ফেনী পৌরসভা উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। এ সেবার মাধ্যমে আমরা নারীরা বিভিন্ন ধরনের হয়রানির থেকে অবসান পাব।’

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৭ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
৩০ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৪১ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে