ফেনী প্রতিনিধি

গভীর রাতে খামারের শ্রমিককে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত শ্রমিকের নাম মো. ইয়াছিন সোহাগ (২১)। তিনি দীর্ঘ ১৫ বছর ওই খামারে কাজ করেন।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী শহরতলির পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকায়।
সোহাগ ময়মনসিংহ জেলার গৌরীপুর সাতুতী বড়বাড়ির আবদুস সামাদের ছেলে।
খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত কালিপালের ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়। খামারের শ্রমিক সোহাগ তাদের হাত থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খামারের মালিক মামুন আজকের পত্রিকা বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আকস্মিকভাবে চিৎকার শুনে ঘুম থেকে উঠি। পরে ঘরের সামনে সোহাগকে মুখোশ পরা দুজন ডাকাত কুপিয়ে জখম করতে দেখেছি। ঘর থেকে বের হতে হতে একটি ট্রাকে করে অন্তত ১৫ জনের ডাকাত দল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।’
মো. সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, ‘সোহাগ খুব সৎ ছেলে ছিল। ১৫ বছর ধরে একেবারে পরিবারের সদস্যের মতো হয়ে সে এ খামারে কাজ করছিল। ডাকাতেরা কুপিয়ে তার শরীর থেকে নাক আলাদা করে ফেলেছে। লুট হওয়া তিনটি গরুর দাম আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা হবে। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আজকের পত্রিকা বলেন, ‘বন্যা-পরবর্তী মানুষ কর্মহীন হয়ে পড়ায় চুরি-ছিনতাই বেড়েছে। এসব রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি জনগণও যদি নিজ উদ্যোগে এলাকাভিত্তিক পাহারাদার বসায়, তাহলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যাবে। এ ঘটনায় আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে চুরি না কি ডাকাতির মামলা হবে, তা নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গভীর রাতে খামারের শ্রমিককে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত শ্রমিকের নাম মো. ইয়াছিন সোহাগ (২১)। তিনি দীর্ঘ ১৫ বছর ওই খামারে কাজ করেন।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী শহরতলির পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকায়।
সোহাগ ময়মনসিংহ জেলার গৌরীপুর সাতুতী বড়বাড়ির আবদুস সামাদের ছেলে।
খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত কালিপালের ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়। খামারের শ্রমিক সোহাগ তাদের হাত থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খামারের মালিক মামুন আজকের পত্রিকা বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আকস্মিকভাবে চিৎকার শুনে ঘুম থেকে উঠি। পরে ঘরের সামনে সোহাগকে মুখোশ পরা দুজন ডাকাত কুপিয়ে জখম করতে দেখেছি। ঘর থেকে বের হতে হতে একটি ট্রাকে করে অন্তত ১৫ জনের ডাকাত দল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।’
মো. সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, ‘সোহাগ খুব সৎ ছেলে ছিল। ১৫ বছর ধরে একেবারে পরিবারের সদস্যের মতো হয়ে সে এ খামারে কাজ করছিল। ডাকাতেরা কুপিয়ে তার শরীর থেকে নাক আলাদা করে ফেলেছে। লুট হওয়া তিনটি গরুর দাম আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা হবে। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আজকের পত্রিকা বলেন, ‘বন্যা-পরবর্তী মানুষ কর্মহীন হয়ে পড়ায় চুরি-ছিনতাই বেড়েছে। এসব রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি জনগণও যদি নিজ উদ্যোগে এলাকাভিত্তিক পাহারাদার বসায়, তাহলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যাবে। এ ঘটনায় আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে চুরি না কি ডাকাতির মামলা হবে, তা নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে